আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মোকাবিলায় অবদানের স্বীকৃতি হিসেবে আরও চার ব্রিটিশ-বাংলাদেশি ব্রিটেনের রানির দেওয়া সম্মাননা পেয়েছেন। ব্রিটিশ রানির জন্মদিন উপলক্ষে শুক্রবার ঘোষিত তালিকায় তাদের নাম প্রকাশিত হয়েছে। ব্রিটিশ রানির সম্মাননা পাওয়া এই চারজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সিলেট বিভাগের আদি বাসিন্দা।
চার বাংলাদেশির মধ্যে সরকার কর্তৃক মেম্বার অব ব্রিটিশ এম্পায়ার (এমবিই) খেতাবে ভূষিত হয়েছেন ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের সভাপতি ও সাবেক কাউন্সিলর সাজ্জাদ মিয়া। লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসে দীর্ঘ দিন কমিউনিটি সেবা প্রদানের পুরস্কার হিসেবে রাণির পক্ষ থেকে সম্মানসূচক এমবিই খেতাব পেলেন তিনি। এমবিই হলো অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার অ্যাওয়ার্ডের তৃতীয় সর্বোচ্চ সম্মাননা।
সেলিব্রেটি শেফ অলি খাঁনও এমবিই উপাধিতে ভূষিত হওয়ার চিঠি পেয়েছেন। লুটনের মৌলভীবাজার ডিস্ট্রিক কাউন্সিলের সভাপতি অলি খাঁন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি।
করোনা মহামারিতে ব্রিটেনের অর্থনৈতিক খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ব্রিটিশ এম্পায়ার মেডাল (বিইএম) সম্মাননায় ভূষিত হয়েছেন নিলীমা রহমান।
এছাড়া কমিউনিটি অ্যাকটিভিস্ট সৈয়দ আফসার উদ্দিন এমবিই সম্মাননার চিঠি পেয়েছেন।
এর আগে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার অ্যাওয়ার্ডের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা অফিসার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই) খেতাবে ভূষিত হওয়ার চিঠি পেয়েছেন শতবর্ষী ব্রিটিশ বাংলাদেশি দবিরুল দবিরুল ইসলাম চৌধুরী। করোনাকালে ৯৭০ পদক্ষেপ হেঁটে দাতব্য কাজের জন্য ৪ লাখ ২০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে চার কোটি টাকা) তহবিল সংগ্রহ করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ও তিনি নিজের দেশের মানুষের স্বার্থে তহবিল সংগ্রহ করেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।