নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বাংলাদেশের কৃষি গবেষণায় টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনার গুরুত্ব বিবেচনায় একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গাজীপুরে। মঙ্গলবার (১৫ জুলাই) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সদর দপ্তরে আয়োজিত হয় ‘‘Spatial Distribution and Mapping of Total Available Phosphorus in Long-term Phosphate Fertilized Soils of Bangladesh’’ শীর্ষক এ কর্মশালা।
ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম।
এই কর্মশালায় আন্তর্জাতিক অংশীদারিত্বে আসা অন্যতম অতিথি ছিলেন বিশ্ববিখ্যাত পরিবেশ বিজ্ঞানী ও গবেষণা সংগঠক ড. রবি নাইদু। তিনি অস্ট্রেলিয়ার ‘Cooperative Research Centre for Contamination Assessment and Remediation of the Environment (CRC CARE)’-এর ম্যানেজিং ডিরেক্টর এবং ডিস্টিংুইশ্ড লরিয়েট প্রফেসর।
কর্মশালার শুরুতেই স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সাজিদুর রহমান। তাঁর প্রবন্ধে উঠে আসে বাংলাদেশের দীর্ঘমেয়াদি ফসফেট ব্যবহারকারী কৃষিজমিতে বিদ্যমান ফসফরাসের বিস্তার, প্রাপ্যতা এবং পরিবেশগত প্রভাব।
ব্রির মৃত্তিকা বিজ্ঞান বিভাগ এবং ইউনিভার্সিটি অব নিউক্যাসেল, অস্ট্রেলিয়ার CRC CARE যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। বিজ্ঞানভিত্তিক তথ্য বিনিময়, গবেষণা সহযোগিতা এবং কৃষি টেকসইকরণে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।