আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ সংসদের প্রবল চাপ সত্ত্বেও প্রধানমন্ত্রী জনসন কোনোমতেই ব্রেক্সিটের সময়সীমা বাড়াবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন৷ সংসদ তাঁর আগাম নির্বাচনের উদ্যোগ আবার বানচাল করে দিয়েছে৷
ব্রিটিশ সংসদে প্রধানমন্ত্রী বরিস জনসন: সোমবার গভীর রাতে প্রায় এক মাসের জন্য সংসদ মুলতুবি করেও শেষরক্ষা করতে পারলেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন৷ মাত্র পাঁচ দিনের মধ্যেই সংসদ তাঁর পরিকল্পনার পথে এতগুলি বাধা সৃষ্টি করবে, এমনটা তিনি সম্ভবত ভাবতে পারেন নি৷ সোমবার রানির স্বাক্ষরের পর চুক্তিহীন ব্রেক্সিটের বিরুদ্ধে বিরোধীদের আনা প্রস্তাব আইনে পরিণত হয়েছে৷ ১৫ই অক্টোবর তাঁর আগাম নির্বাচনের প্রচেষ্টাও দ্বিতীয়বারের জন্য বানচাল করে দিয়েছে সংসদ৷
তবে ভেঙে গেলেও মচকাতে প্রস্তুত নন বরিস জনসন৷ সংসদের অধিবেশনের শেষ লগ্নে তিনি বলেন, আইন পাশ হলেও তিনি ইউরোপীয় ইউনিয়নকে ব্রেক্সিটের সময়সীমা বাড়ানোর অনুরোধ করবেন না৷ তাঁর সাফ কথা, ‘‘আমার হাত বেঁধে দিলেও আমি ইউরোপীয় ইউনিয়নের কাছে ব্রেক্সিট প্রক্রিয়ায় বিলম্ব চাইবো না৷” সেইসঙ্গে তিনি আবার বলেন, সরকার ইইউ-র সঙ্গে বোঝাপড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ তবে সেই উদ্যোগ ব্যর্থ হলে সরকার ব্রেক্সিট কার্যকর করতে বিলম্ব করবে না৷ জনসন বলেন, তিনি আগামী ১৭ই অক্টোবর ইইউ শীর্ষ সম্মেলনে গিয়ে চুক্তির জন্য চেষ্টা চালাবেন৷
বরিস জনসনের সরকার কি তাহলে আইন ভাঙতে চলেছে? পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব সংসদে বলেন, সরকার অবশ্যই আইনকানুন মেনে চলবে, তবে কিছু ক্ষেত্রে পরস্পরবিরোধী আইন ও আইনি পরামর্শের কারণে বিষয়টি অত্যন্ত জটিল হয়ে উঠতে পারে৷
ব্রিটিশ সংসদ ব্রেক্সিটের মেয়াদ বাড়ানোর জন্য চাপ দিলেও ইইউ সেই আবেদন মঞ্জুর করবে কিনা, সে বিষয়ে সংশয় রয়েছে৷ বিশেষ করে সোমবার আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার ব্রিটিশ প্রধানমন্ত্রীকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যে আইরিশ সীমান্তে ব্যাকস্টপের স্পষ্ট ও গ্রহণযোগ্য বিকল্প না দিলে তাঁর পক্ষে কোনো সমঝোতায় সমর্থন দেওয়া সম্ভব নয়৷ শুধু সহজ প্রতিশ্রুতির ভিত্তিতে তিনি মতবদল করবেন না৷ আয়ারল্যান্ড ও ইইউ বার বার জানিয়ে দিয়েছে, যে ব্রিটিশ সরকার ব্যাকস্টপের কোনো স্পষ্ট বিকল্প পেশ করে নি৷
সোমবার মধ্যরাতের পরেও সংসদের পরিবেশ ছিল উত্তেজনায় ভরা৷ স্পিকার জন বার্কো ৩১শে অক্টোবরের মধ্যে পদত্যাগের ঘোষণা করে সরকারের উদ্দেশ্যে সংসদের মর্যাদা খর্ব না করার আবেদন জানান৷ সরকার প্রায় এক মাসের জন্য সংসদের অধিবেশন মুলতুবি রাখার যে বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে, বার্কো সেই সিদ্ধান্তের সমালোচনা করেন৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।