লাইফস্টাইল ডেস্ক : আমাদের প্রাত্যহিক জীবনযাত্রাকে আরেকটু সহজ ও ঝামেলাবিহীন করে তুলতে যাপনপদ্ধতির কিছু না কিছু পরিবর্তন আমরা নিজেরাই করে নিই। যেসব ছোট ছোট কৌশলে আমরা যাপনপদ্ধতির পরিবর্তন করি, সেগুলোকে বলা হয় ‘লাইফ হ্যাকস’। ওয়ান থাউজ্যান্ড লাইফ হ্যাকস ডটকমের মাধ্যমে এমন কিছু যাপনকৌশল তুলে ধরছেন ইউসুফ পারভেজ ।
২৯৬. সামার বারবিকিউ এর সময় একটি ট্রিক কাজে লাগাতে পারেন। তা হলো একটি প্লাস্টিক কাপে চিনি, লবন ও ভিনেগার মিক্স করুন ও তা মাংসে ভালো করে মিশিয়ে নিন। তা হলে খাবারের স্বাস সুস্বাদু হবে।
২৯৭. আপনার বাসায় বা অফিসে যত দামি জিনিস আছে সবকিছুর সিরিয়াল নাম্বার লিখে রাখুন। যদি তা হারিয়ে যায় তাহলে সিরিয়াল নাম্বার ব্যবহার করে ফিরে পেতে পারবেন।
২৯৮. আপনি এমন কোন কাজ শুরু করতে যাচ্ছেন যার কোন পূর্ব অভিজ্ঞতা নেই তাহলে তার সম্পর্কে গুগলে স্টাডি করতে পারেন। বিশেষ করে প্রতিকূলতা বা ঝুঁকির বিষয়গুলি ভাল করে জেনে নিন। তাহলে ঐ কাজ করতে গিয়ে বিপদে পড়লে বা ঝুঁকির সম্মুখীন হলে আপনি বুঝতে পারবেন আপনার কি করণীয়।
২৯৯. ১ কাপ মাখনে যে পরিমাণে পুষ্টিগুণ থাকে অ্যাপল সসে, অ্যাভোকেডো ও গ্রীক ইয়োগার্টে প্রায় সমপরিমাণ পুষ্টি থাকে।
৩০০. আমেরিকায় ব্রেড বা রুটির প্যাকেটে এক ধরনের কালারফুল আইকন থাকে। এই আইকন দেখে বুঝা যায় কোন দিন স্টোরে ব্রেড পাঠিয়ে দেওয়া হয়। এই আইকন দিয়ে ৭ টি দিন নির্দেশ করে। যেমন: নীল রঙ দিয়ে সোমবার, হলুদ রঙ দিয়ে শনিবার, সাদা রঙ দিয়ে শুক্রবার বুঝায়।
বি. দ্র : সৃষ্টির আদি থেকে প্রতিনিয়ত যাপনপদ্ধতির পরিবর্তন করে সামনের দিকে এগিয়েছে মানুষের জীবনযাত্রা। আবশ্যকীয় সেই পরিবর্তনগুলো লিপিবদ্ধ হয়েছে বিভিন্ন দেশের ইতিহাসে। পাঠকদের জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তনের স্বার্থে ধারাবাহিকভাবে নতুন যাপনপদ্ধতিগুলো পাঠকের কাছে তুলে ধরছে জুমবাংলা লাইফস্টাইল ডেস্ক। আগামী পর্বে থাকছে সেগুলোর ৩০১-৩০৫ কিস্তি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।