বরেণ্য চলচ্চিত্র অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন। সেখানে টানা পাঁচ মাসেরও বেশি সময় ধরে চিকিৎসা নিচ্ছেন তিনি।
বুধবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে নিসচার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয়। তিনি কানাডা থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে জানান, “আমার বাবা ব্রেন টিউমারে আক্রান্ত। চিকিৎসা এখনও চলমান রয়েছে। গত ২৬ এপ্রিল থেকে তিনি লন্ডনে অবস্থান করছেন। একমাত্র চিকিৎসাজনিত কারণেই এ দীর্ঘ সময় প্রবাসে থাকতে হচ্ছে।”
জয় জানান, এ বছরের শুরুতে ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার অবনতি হয়। কথা বলার সময় জড়তা ও স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ায় তাঁকে ৯ এপ্রিল আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার এমআরআই রিপোর্টে ব্রেন টিউমার ধরা পড়ে।
পরবর্তীতে ১৩ এপ্রিল তাঁকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স-এ নেওয়া হলে চিকিৎসকরা জানান, টিউমারটি ব্রেনের গভীর অংশে গুরুত্বপূর্ণ নার্ভের সংযোগস্থলে থাকায় সরাসরি অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ। এরপর পরিবারের সিদ্ধান্তে ২৬ এপ্রিল ইলিয়াস কাঞ্চন লন্ডনে চিকিৎসার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
হারলি স্ট্রিট ক্লিনিকে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিত্রিয়াসের নেতৃত্বে তাঁর অস্ত্রোপচার হয়। তবে জীবনহানি বা পক্ষাঘাতের ঝুঁকি থাকায় টিউমারের কেবল অংশবিশেষ অপসারণ করা সম্ভব হয়। বাকি অংশ ধাপে ধাপে রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হচ্ছে। আগামী ছয় সপ্তাহ তিনি সপ্তাহে পাঁচ দিন করে এ চিকিৎসা নেবেন। এরপর চার সপ্তাহ বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।
সংবাদ সম্মেলনে জয় দেশের মানুষের কাছে তাঁর বাবার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
স্থগিতের পর আবারও কার্যকর হচ্ছে চট্টগ্রাম বন্দরের বাড়তি ট্যারিফ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।