বয়স্কদের পাশাপাশি কমবয়সীরাও আক্রান্ত হচ্ছেন স্ট্রোকে। এর মধ্যে ব্রেন স্ট্রোক বেশ ভয়ংকর। উচ্চ রক্তচাপের সমস্যা থাকে স্ট্রোকের সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায়। সেই সঙ্গে স্থূলত্বের সমস্যা, ধূমপানের অভ্যাস থাকলে পরিস্থিতি আরও মারাত্মক হয়ে ওঠে। বাড়ি বা আশপাশের কেউ স্ট্রোকে আক্রান্ত হলে চট করে তা বোঝা যায় না। এর পর চিকিৎসক বা হাসপাতালের নিয়ে যেতে যেতে অনেক সময় নষ্ট হয়ে যায়।
দেরিতে চিকিৎসা শুরুর কারণে বাড়ে ক্ষতির সম্ভাবনা। কিন্তু স্ট্রোক হলে কিছু লক্ষণ দেখা যায় আক্রান্তের মধ্যে। তা দেখে স্ট্রোকের প্রাথমিক অনুমান সম্ভব। এরকম লক্ষণ দেখলেই দ্রুত চিকিৎসকের কাছে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। যাতে চিকিৎসা শুরু হতে দেরি না হয়।
ন্যাশনাল ইনস্টিটিউট অব হেল্থ স্ট্রোকের কিছু লক্ষণের কথা জানিয়েছে। জেনে নেওয়া যাক সেগুলো…
১। স্ট্রোক হলে আক্রান্ত ব্যক্তির শরীরের ব্যালেন্স বা ভারসাম্যের সমস্যা হয়। এর জেরে দাঁড়াতে সমস্যা হতে পারে। শরীর টলতে পারে।
২। চোখের সমস্যাও হয় অনেকের। চোখ খোলা বা বন্ধ করতে সমস্যা হতে পারে। চোখের পাতার উপর নিয়ন্ত্রণ কমতে পারে।
৩। স্ট্রোকের লক্ষণ অনেকের মুখেও ফুটে ওঠে। কারও মুখ বেঁকে যায়। কথাও জড়িয়ে যেতে পারে। অর্থাৎ স্পিচেও সমস্যা হয়।
৪। হাত বা পায়ে সমস্যা দেখা দিতে পারে। হাত-পা অসাড় হতে পারে। হাত বা পায়ের জোরও কমতে পারে
৫। স্ট্রোকের জেরে হাত-পা প্যারালাইজড হওয়ার ঘটনাও ঘটে।
৬। স্ট্রোকের পর মানসিক সমস্যাও হয় অনেকের। যেমন পরিচিত কাউকে চিনতে না পারা। সদ্য ঘটা ঘটনা মনে করতে না পারা।
বন্ধু হোক বা প্রতিবেশী বা পরিজন, উপরের লক্ষণগুলি বা কোনও লক্ষণ যদি দেখা যায় তাহলে তখনই সতর্ক হতে হবে। দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।