বিনোদন ডেস্ক : সুপার ডুপার হিট, ব্লকবাস্টার আশিকির-পর বেশ কয়েকটি সিনেমায় তাঁকে দেখা গেলেও, বলিউডে সেভাবে আর তাকে দেখা যায়নি। ক্রমশ সরে যেতে শুরু করেন অনু আগরওয়াল। বেশ কয়েক বছর পর অনু অগরওয়াল যখন লাইম লাইটে আসতে শুরু করেছেন, সেই সময় একাধিক বিষয় নিয়ে মুখ খুলতে শুরু করেছেন তিনি।
এবার অনু আগরওয়াল মুখ খুললেন বলিউডের কাস্টিং কাউচ নিয়ে। অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অনু অগরওয়াল জানান, একবার ছবি গল্প শোনাতে গিয়ে এক পরিচালক তাঁর বাড়িতে চলে আসেন সন্ধ্যার দিকে। শুধু তাই নয়, হাতে পানীয়ের বোতল নিয়ে ওই পরিচালক অনু আগরওয়ালের বাড়িতে চলে আসেন বলে অভিযোগ করেন অভিনেত্রী।
ওই পরিচালক যখন পানীয়ের বোতল নিয়ে অনু আগরওয়ালের বাড়িতে হাজির হন, তখন অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন, তিনি যেন সেখান থেকে চলে যান। ছবির গল্প শোনানোর নাম করে অভিনেত্রীর বাড়িতে পরিচালক কীভাবে পানীয়ের বোতল নিয়ে হাজির হন, তা ভেবেই সেদিন ওই ব্যক্তিকে সেখান থেকে বের করে দিয়েছিলেন বলে জানান অনু আগরওয়াল। জিনিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



