জুমবাংলা ডেস্ক : ফেসবুক ও ইউটিউবে পবিত্র ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রকাশ ও অনুভূতিতে আঘাতের অভিযোগে ব্লগার আসাদ নুর ওরফে আসাদুজ্জামান নুরের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনের মামলার আবেদন করা হয়েছে।
রবিবার (১ সেপ্টেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে ব্যারিস্টার আকিব আকবর খান চৌধুরী নামে এক ব্যক্তি এ মামলাটির আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন।
বাদীপক্ষের আইনজীবী মো. রেজাউল করিম সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামি পবিত্র ধর্ম ইসলামবিদ্বেষী, কুরুচিপূর্ণ, বিকৃত রুচিসম্পন্ন ধর্মীয় ভাবাবেগ, মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত করে এমন সব অসত্য মানহানিকর তথ্য তার ফেসবুক আইডি ও ইউটিউবের চ্যানেলে প্রচার করেছেন।
অভিযোগে আরও বলা হয়, আসামি তার ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলে কটূক্তিমূলক বক্তব্য প্রচার-প্রকাশ করে আল্লাহর দেওয়া পবিত্র আসমানি কিতাব কোরআন মাজিদ, যা সমগ্র মুসলিম উম্মাহর পথপ্রদর্শক হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর নাজিল হয়েছে, সেই কোরআনকে অপমান-অপদস্থ ও তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। তিনি আল্লাহর রাসুল (সা.)-কেও চরম অপমান ও হেয়প্রতিপন্ন করে অপরাধ করেছেন; যা ইসলাম ধর্মে বিশ্বাসী সব ইমানদার ও ধর্মভীরু মানুষের আবেগ ও অনুভূতিতে চরম আঘাত করেছে।
আসামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং অন্তবর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলকেও অপমান-অপদস্থ করে মানহানিকর প্রচারণা করেছেন।
এর আগে ২০১৭ সালের ২৫ ডিসেম্বর ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্লগার আসাদ নূরকে আটক করা হয়। এরপর তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। সূত্র : বাংলা ট্রিবিউন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।