বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নে কালিগঙ্গা নদীর খেয়া ঘাটের দক্ষিণ পাশে জেলেদের নৌকায় ৮ ফুট লম্বা একটি ছোট ডলফিন (শুশুক) ধরা পড়ে।
জেলেদের বড়শিতে আটকা ওই ডলফিন পরে রশি দিয়ে বেঁধে পাড়ে ওঠায় স্থানীয়রা। এরপর তারা ডলফিনটি কেটে বিক্রি করেছে। এ ঘটনার নিন্দা জানিয়েছেন সচেতন নাগরিকরা। পাখি ও
পরিবেশ লালন করি (পালক) এর সদস্য অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ এভাবে ডলফিনের বাচ্চাটিকে নদীতে ছেড়ে না দিয়ে কেটে কেটে বিক্রির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
এ ঘটনার ছবি ফেইসবুকে ভাইরাল হয়। অনেকেই এর বিচার দাবি করেন।
তিনি বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের এ ব্যাপারে দায়িত্ব পালন করা দরকার ছিল।
মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন শুক্রবার বলেন, আমি ইউপি চেয়ারম্যান-সদস্যদের ঘটনাস্থলে পাঠাব। এ ব্যাপারে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।