নাটোর প্রতিনিধি: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগ নেতা আবদুস সোবহান প্রামাণিকের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে এসব শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময়ে অন্যান্যের মধ্যে বনপাড়া পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল বারী মজুমদার, সম্পাদক ইসাহাক আলী, উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সমবায় সমিতির সভাপতি ওসমান গণি, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান মাষ্টার ও ইউপি সদস্য ফেরদৌস উল আলম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার সাড়ে চার শত জন দরিদ্র ও প্রতিবন্ধী, আনসার সদস্যদের মাঝে মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।