স্পোর্টস ডেস্ক : চলতি মাসের শেষের দিকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। আর আসন্ন এই সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান ও লিটন দাস। পবিত্র হজ পালনের জন্য শ্রীলঙ্কা সফরে যাবেন না সাকিব। অন্যদিকে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন লিটন।
তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম এবং ব্যাটসম্যান এনামুল হক বিজয়। এদিকে বিশ্বকাপে খেলা বাকি ক্রিকেটাররা জায়গা পেলেও জায়গা পাননি আবু জায়েদ রাহি।
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলঃ মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, এনামুল হক বিজয়, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।