বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: শেষ হচ্ছে অপেক্ষার পালা। বাজারে আসছে নতুন আইফোন। আগামী ৮ মার্চ ‘আইফোন এসই’র দেখা পাবেন ফোন লাভাররা। এই ফোনটির বড় ডিসপ্লে ব্যবহারকারীদের মুগ্ধ করবে।
নতুন আইফোনটিতে ৪.৭ ইঞ্চির রেটিনা ডিসপ্লে দেওয়া হতে পারে। আর পারফর্ম্যান্সের জন্য আইফোন এসই ২০২২ মডেলে অ্যাপলের নিজস্ব এ১৫ বায়োনিক চিপসেট দেওয়া হবে। সফটওয়্যারের দিক থেকে সেটি আইওএস ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। এতে দেওয়া হতে পারে ৫জি কানেক্টিভিটিও।
এর সঙ্গে এবার একগুচ্ছ অ্যাপল পণ্যও আসছে। উন্মোচিত হবে আপগ্রেডেড আইপ্যাডস। যাতে থাকবে দ্রুতগতির চিপস। আইম্যাকসের আপগ্রেডেড ভার্সনও অবমুক্ত হওয়ার কথা রয়েছে। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট।
ইতোমধ্যে নতুন পণ্যের ছবি হাতে এসেছে এশিয়ার কিছু কোম্পানির। সেই সূত্রে, অ্যাপলের নতুন ফোন ও আইপ্যাড এয়ারের বিষয়ে নিশ্চিত হচ্ছে বিভিন্ন টেক সাইট।
আইফোন এসই’র দাম আগের মডেলের থেকে ৮ হাজার টাকা কমাতে পারে কোম্পানি। সেই ক্ষেত্রে নতুন মডেলের দাম হতে পারে ২৪ হাজার টাকা। তবে এই দাম কেবল ফোনের বেস ভ্যরিয়েন্টের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে। বেশি দক্ষতা ও স্টোরেজের মডেলের ক্ষেত্রে আরও দাম বাড়াতে পারে অ্যাপল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।