স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগ মূহুর্তে দুঃসংবাদ সঙ্গী হলো ভারতের। ভারত জাতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় করোনায় আক্রান্ত হয়েছেন। এমন তথ্য নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন। তাই এশিয়া কাপে তাকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এর আগে ইনজুরিতে পেসার বুমরা ও ব্যাটার হার্শাল আগেই ছিটকে গেছেন এশিয়া কাপ থেকে।
এশিয়া কাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সব ক্রিকেটার ও কোচিং স্টাফের সবাইকে কোভিড টেস্ট করা হয়। সেই টেস্টেই জানা যায় দ্রাবিড় করোনায় আক্রান্ত।
বিসিসিআই জানিয়েছে মৃদু উপসর্গ রয়েছে দ্রাবিড়ের। আপাতত তাকে আইসোলেশনে থাকতে হচ্ছে। তাকে বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের তত্বাবধানে রাখা হয়েছে।
করোনা নেগেটিভ আসলে দলের সঙ্গে যোগ দেবেন তিনি এমনটাই জানিয়েছে বিসিসিআই
তবে রাহুল দ্রাবিড়ের বদলি হিসাবে অন্য কাউকে কোচ হিসাবে কাউকে পাঠানো হবে কিনা সেই সম্পর্কে কিছুই জানানো হয়নি ।
আসন্ন এশিয়া কাপ শুরু হবে আগামী ২৭ আগস্ট। এবারের আসরের প্রথম ম্যাচেই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে লড়বে ভারত। সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে দলের সঙ্গে ছিলেন না দ্রাবিড়। সে সিরিজে প্রধান কোচের দায়িত্ব পালন করেন ভিভিএস লক্ষণ।
অন্যদিকে পিঠের ইনজুরিতে বোলার বুমরা ও পাঁজরের ইনজুরিতে ব্যাটার হার্শাল আগেই ছিটকে গেছেন এশিয়া কাপ থেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।