জুমবাংলা ডেস্ক : সুন্দরবনের কাছে হার মেনেছে ক্ষমতাধর আম্পানও। এবার শুধু বুক পেতে সহ্য করা নয়, বরং ঘূর্ণিঝড়কে আড়াল থেকে প্রাকৃতিক প্রতিরোধ করেছে সুন্দরবন। যা বাংলাদেশমুখী এ ঝড়কে ভিন্নদিকে ঘুরিয়ে দেয়ার পাশাপাশি করেছে দুর্বলও।
যার ফলে ভয়াবহতা থেকে মুক্তি পেয়েছে পুরো দেশ। তবে জলবায়ুবিদরা বলছেন, এ দফায় আম্পান বিদায় নিলেও দিয়ে গেল বড় দুর্যোগের আভাস।
ড. বিশ্বজিৎ নাথ বলেন, বাংলাদেশে বিভিন্ন মাত্রার ঘূর্ণিঝড় হয়ে থাকে এর কারণে অভ্যন্তরীণ গঠন পরিবর্তন হওয়া স্বাভাবিক। এই পরিবর্তন হওয়ায় ঘূর্ণিঝড়গুলোর গতিপথও পরিবর্তন হতে বাধ্য।
জলবায়ুবিদ ড. সাইফুল ইসলাম বলেন, পরবর্তীতে ক্যাটাগরি ৪ এবং ৫ স্লাইকোনের শঙ্কা বৃদ্ধি পাবে। এছাড়া সাইক্লোনগুলো অনেক শক্তিশালী ও বৃষ্টিপাত নিয়ে হবে।
এদিকে, ঘূর্ণিঝড় আম্পান স্থল নিম্নচাপে পরিণত হয়ে আরও উত্তর-পূর্ব দিকে সরে গেছে। ইতিমধ্যে সব বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সারা রাত তাণ্ডব চালানোর পর ঘূর্ণিঝড় আম্পান এখন একেবারেই দুর্বল হয়ে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



