স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টে তৃতীয় দিনের খেলা প্রায় শেষের দিকে, বাকি রয়েছে গুটি কয়েক ওভার। এরই মধ্যে টাইগারদের জন্য লক্ষ্যমাত্রা শুধু বেড়েই চলছে।
Advertisement
প্রথম ইনিংসের ১৩৭ রানের লিডের সাথে আজ যোগ হয়েছে আরো ২০৯। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২০৯ রান সংগ্রহ করেছে আফগানরা। ফলে তাদের শেষ খবর পাওয়া অব্দি বাংলাদেশের জন্য লিড দাঁড়িয়েছে ৩৪৬ রানে।
আফগানিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে অর্ধশতকের দেখা পেয়েছেন, ইব্রাহিম জাদ্রান (৮৭) ও আসগর আফগান (৫০)। অন্যদিকে বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট নেয় সাকিব আল হাসান ও নাঈম হাসান। তাইজুল ইসলাম ও মেহেদী হাসানের দখলে এক উইকেট।
সফরকারী আফগানিস্তান তাদের পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করলেও নিজের প্রয়োজনীয় উইকেটের দেখা পাচ্ছেন না বাংলাদেশের বোলাররা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।