চলমান ইংল্যান্ডে ইন্টার-পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে কেন্ট ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৮২ রান করেছে বাংলাদেশের সংসদ সদস্যরা।
এর আগে টস জিতে ইংল্যান্ড সাংসদীয় দলের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংসদ সদস্যরা করেন ৪০ রান। এরপর ১২ ওভারে ১০০ রান পূর্ণ করে বাংলাদেশ।
এরপর ম্যাচের ১৪ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৪০* রানে। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করেছে। ফাইনালে যেতে ইংল্যান্ডকে ১৮২ রানের মধ্যে আটকাতে হবে।
এদিকে স্বাগতিক ইংল্যান্ডসহ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে মোট আটটি দেশ। বাকি দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।
আর তাদের মধ্য থেকে সেমিতে আসে বাংলাদেশ ইংল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তান। প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালের মঞ্চে পাকিস্তানের সাংসদীয় দল।
এদিকে বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন নাঈমুর রহমান দুর্জয়। এ ছাড়া এ দলে আছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তাছাড়া অন্য সংসদ সদস্যদের মধ্যে আছেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (যুব ও ক্রীড়াবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি), নুরুন্নবী চৌধুরী শাওন, নাহিম রাজ্জাক, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, শেখ তন্ময়, জুয়েল আরেং, আনোয়ারুল আবেদীন খান তুহিন, আহসান আদিলুর রহমান আদিল, ছোট মনির, সানোয়ার হোসেন, শফিকুল ইসলাম শিমুল, ফাহিম গোলন্দাজ বাবেল, মোহাম্মদ আয়েনউদ্দিন, শামীম হায়দার পাটোয়ারি, আনোয়ারুল আজীম আনার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।