বয়সের ভারে পড়ে যাচ্ছে অঙ্কুশের মাথার চুল

বিনোদন ডেস্ক : মাথার চুল পড়ে যাচ্ছে। একজন অভিনেতার পক্ষে প্রকাশ্যে একথা বলা মোটেও সহজ কাজ নয়। তবে অঙ্কুশ হাজরা বরাবর বিন্দাস। কঠিন এই কথাটিই সহজভাবে বলে দিলেন সোশ্যাল মিডিয়ায়। হেয়ার ট্রিটমেন্ট করাচ্ছেন বলে ছবিও পোস্ট করে দিয়েছেন তারকা।

অঙ্কুশের মাথার চুল

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অঙ্কুশ। নানা পোস্ট দিতে থাকেন। সোমবার নিজের একটি ছবি পোস্ট করেন অভিনেতা। তার ক্যাপশনে লেখেন, “বলতে লজ্জা নেই…বয়স হচ্ছে, চিন্তা বাড়ছে, চুল পড়ছে…একটু হেয়ার ট্রিটমেন্ট করার সময়।”

সত্যি সত্যিই অভিনেতা হেয়ার ট্রিটমেন্ট করাতে গিয়েছেন নাকি মজার ছলে এমন পোস্ট দিয়েছেন? সেই সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। তবে তাঁর এই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। কেউ মজার ছলে লিখেছেন, “করাও করাও হেয়ার ট্রিটমেন্ট… তোমার নতুন লুকের জন্য অপেক্ষা করছি।” “তোমাকে দেখে মনেই হচ্ছে না যে তোমার বয়স বাড়ছে।” কেউ কেউ আবার বয়সের দোহাই দিয়ে অভিনেতাকে বিয়ে করার পরামর্শও দিয়েছেন।

নিয়মিত আঙুর খেলে যা ঘটবে আপনার শরীরে

বহুদিন ধরেই ঐন্দ্রিলা সেনের সঙ্গে সম্পর্কে রয়েছেন অঙ্কুশ। তাঁকে বিয়ে করার পরামর্শই দেওয়া হয়েছে। অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে নিয়ে চর্চা আগেও হয়েছে। গত বছর শোনা গিয়েছিল, ডিসেম্বর মাসে বিয়ে করতে চলেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। তবে তা হয়নি। এখন কাজেই মন দিয়েছেন তারকা যুগল। প্রেমেন্দু বিকাশ চাকী পরিচালিত ‘লাভ ম্যারেজ’সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন দু’জন। সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রঞ্জিৎ মল্লিক এবং অপরাজিতা আঢ্যের মতো দুই অভিজ্ঞ অভিনেতা।