বিনোদন ডেস্ক: মাদক মামলায় জামিন হওয়ার পর আজ সকালে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। আজ সকাল পৌনে ১০টার দিকে তিনি কাশিমপুর কারাগার থেকে বেরিয়ে আসেন।
তার আইনজীবী মজিবুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তাঁর মুক্তির খবরে বুধবার সকাল থেকে কাশিমপুর কারাগারের প্রবেশ ফটকের সামনে ভিড় করেন পরীমনির শত-শত ভক্ত।
সাদা টিশার্ট এবং মাথায় সাদা পাগড়ির মতো করে জড়ানো কাপড়ে পরীমনি কারাগার থেকে বেরিয়ে একটি ছাদ খোলা গাড়িতে করে চলে যান পরীমনি। এই সময় ভক্তদের উদ্দেশ্যে তিনি হাত নাড়েন। তবে তিনি কারও সঙ্গে কথা বলেননি।
গত ৪ অগাস্ট পরীমনিকে গ্রেপ্তার করেছিল র্যাব। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়। সেই মামলায় মঙ্গলবার জামিন পেয়েছিলেন তিনি।
গত প্রায় এক দশক ধরে বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী। ২০২০ সালে ফোর্বস ম্যাগাজিনের করা এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায় ঠাঁই করে নিয়েছিলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।