বিনোদন ডেস্ক: তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান ফেসিয়াল প্যারালাইসিস থেকে এখন অনেকটাই সুস্থ। এ রোগে আক্রান্ত হওয়ার পর সঙ্গে সঙ্গে চিকিৎসকের দ্বারস্থ হয়ে চিকিৎসা নেয়া শুরু করেছেন তিনি।
এ সংগীতশিল্পীর সুস্থতার ব্যাপারে তার ভাই তানজীব খান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বর্তমানে আগের থেকে ভালো আছেন তিনি। এখনো তার চিকিৎসা চলছে। শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
এদিকে সোমবার (২০ মার্চ) বিকেলে ৫টা ৪০ মিনিটের দিকে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করেন তাসরিফ। ক্যাপশনে জানান, ‘অর্ধেক সুস্থ’। অর্থাৎ, আগের থেকে তার শরীরের উন্নতি হয়েছে।
এর আগে গত ৩ মার্চ টাঙ্গাইলে একটি শো করতে যাওয়ার সময় হঠাৎ করেই মুখের অংশে সমস্যা অনুভব করেন তাসরিফ। ওই অবস্থায় শো শেষ করে ঢাকায় ফেরেন তিনি। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি শোয়ের সময়ও বুঝতে পারেননি, মুখে সমস্যা হচ্ছে। পরে বাসায় ফেরার পর গুরুতর হয়।
এ গায়ক চিকিৎসকের কাছে যাওয়ার পর জানতে পারেন ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হয়েছেন তিনি। ঢাকায় দুদিন চিকিৎসা নেয়ার পর সিআরপিতে চিকিৎসা নিচ্ছেন তাসরিফ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।