বিনোদন ডেস্ক: ভক্তদের প্রশ্নের উত্তর দিচ্ছেন স্বয়ং শাহরুখ খান। শনিবার ১৫ মিনিট ধরে #AskSRK সেশন করেছেন তিনি। দীর্ঘ কয়েক বছর পর বড় পর্দায় আসতে চলেছেন বাদশা। ইতিমধ্যেই তাঁর ছবি ‘পাঠান’ নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। ‘বেশরং রং’-এ গেরুয়া মনোকিনিতে দীপিকার লুক দেখে তেতে উঠেছেন অনেকেই। নেটপাড়ায় ‘বয়কট পাঠান’ রীতিমতো ট্রেন্ড করছে। এরইমধ্যে শাহরুখের কাছে বিশেষ আবদার করলেন এক ভক্ত।
#AskSRK সেশন -এ পাঠান ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করলেন এক ভক্ত। তিনি লিখেছেন, তাঁর বিয়ে ২৫ জানুয়ারি। এদিকে পাঠানের ফার্স্ট ডে ফার্স্ট শো ‘মিস’ করতে চান না তিনি। সেক্ষেত্রে কি শাহরুখ খান ছবি মুক্তির দিন ২৬ তারিখ করতে পারেন? শাহরুখ বরাবর তাঁর ‘সেন্স অফ হিউমর’-এর জন্য সমাদৃত। তিনিও টুইটে ভক্তকে জবাব দেন। বাদশা খান লেখেন, “তুমি ২৬ জানুয়ারি বিয়ে কর (প্রজাতন্ত্র দিবসের প্যারেডের পর)। এদিন ছুটিও রয়েছে।”
‘বেয়াড়া আবদার’-এর পর্ব এখানেই শেষ হয়নি। এক ভক্ত দাবি করেন, যদি শাহরুখ থিয়েটারে পপকর্ন বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করতে পারেন সেক্ষেত্রে ভালো হয়। কিন্তু, কথার প্যাঁচে কি আর বাদশাকে ঘায়েল করা সম্ভব! ‘পাঠান’ উত্তর দেন, “বাড়ি থেকে বেরোনোর আগে ভালো করে খেয়ে বার হও। সেক্ষেত্রে আর আলাদা করে পপকর্ন কেনার প্রয়োজন পড়বে না।” এদিন নিজের সিগনেচর স্টাইলে শাহরুখ বলেন, “পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত…”।
ইতিমধ্যেই পাঠান ছবির ‘বেশরং রং’ গানটির ভিউ ১০০ মিলিয়ন পার করেছে। গানটি নিয়ে একদিকে যখন বিপুল আলোচনা চলছে, তেমনই সমালোচনাও হচ্ছে বিস্তর। একাধিক মহল থেকে ছবিটি বয়কটের ডাক দেওয়া হয়েছে। অন্যদিকে, চার বছর পর শাহরুখ খানকে পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন তাঁর ভক্তরা। সিক্স প্যাকে সুপারস্টারকে দেখে রীতিমতো আপ্লুত অনেকে। সঙ্গে বাড়তি পাওনা দীপিকা এবং জন।
Tum shaadi 26 ko karlo ( Republic Day parade ke baad ) chutti bhi hai us din….#Pathaan https://t.co/XmoUdSYa29
— Shah Rukh Khan (@iamsrk) December 17, 2022
বিশেষজ্ঞদের একাংশের মতে, এই ‘বয়কট পাঠান’ ট্রেন্ডের জেরে বক্স অফিসে প্রভাব পড়তে পারে। বিগ বাজেটের এই ছবি ধাক্কা খেতে পারে। যদিও অপর অংশের মতে, এটাও এক ধরনের ‘পাবলিসিটি’। ‘কনটেন্টই আসল কিং’। সেক্ষেত্রে চার বছর পর বড় পর্দায় ফিরে কি ম্যাজিক দেখাতে পারবেন শাহরুখ? এখন সেই দিকেই তাকিয়ে ভক্তরা।-এই সময়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।