দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তেলেগু এবং তামিল চলচ্চিরত্রের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে খ্যাতি অর্জন করেছেন। পরবর্তীতে বলিউডে অভিষেক ঘটে। সম্প্রতি এ অভিনেত্রী পডকাস্টে টেক২০- স্বাস্থ্যকর খাবার খাওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন।
এপিসোডটি অনলাইনে প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টা পরে, একজন ভক্ত সেখানে কমেন্টে উল্লেখ করেছেন যে সামান্থা এখন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে কথা বলছেন, এদিকে তিনি অতীতে অস্বাস্থ্যকর খাবার এবং পানীয় ব্র্যান্ডগুলির প্রচার করছেন।
ভক্তের কমেন্ট দেখে মেজাজ হারিয়েছেন সামান্থা। পালটা জবাবে তিনি লিখেছেন, ‘আমি অতীতে ভুল করেছি। আগে এসব বিষয়ে ভালো জানতাম না, তবে আমি এখন সমর্থন করা বন্ধ করে দিয়েছি। আমি যা প্রচার করি তাই নিজের জীবনে অনুশীলনে বিশ্বাসী।’
এ অভিনেত্রী আরও লিখেছেন, ‘আমি কতটা শিখেছি তা বিবেচনা করেন। এখন এমন জিনিস গুলো দেখা কঠিন যা আমি আগে হয়ত জানতাম না। আমার পছন্দের খাবার বা ব্র্যান্ড যাই হোক না কেন, আমার পুরো নীতি এখন একটি স্বাস্থ্যকর জীবনের উপর’।
সামান্থা মায়োসাইটিস রোগে আক্রান্ত। এটি একটি বিরল অটো ইমিউন রোগ যার ফলে পেশীতে প্রদাহ বা ঘায়ের সৃষ্টি হয়। তিনি গত বছর তার স্বাস্থ্যের দিকে মনোনিবেশ করার জন্য কাজ থেকে ছয় মাসের বিরতি নিয়েছিলেন।
উল্লেখ্য, আমেরিকা থেকে ফিরে সম্প্রতি বেঙ্গালুরুতে ফের হাসপাতালে ভর্তি হতে হয় এ অভিনেত্রীকে। চিকিৎসার পরবর্তী পর্যায়ের জন্য দক্ষিণ কোরিয়া পাড়ি দিতে পারেন তিনি। তার মধ্যেই বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে একটি রোম্যান্টিক তেলুগু ছবির করার কথা ছিল। তার শুটিংও খুব তাড়াতাড়ি শেষ করবেন বলে জানিয়েছিলেন সামান্থা।
এদিকে অ্যামাজন প্রাইম সিরিজ ‘সিটাডেল’-এর বরুণ ধাওয়ানের বিপরীতে থাকছেন সামান্থা। নির্মাতারা জানিয়েছেন এবার ভারতেও তৈরি হবে ‘সিটাডেল’ আর তা শুধু ভারত নয়, একে একে বিভিন্ন দেশে ছড়িয়ে যাবে ‘সিটাডেল’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।