ভক্তের যে কাণ্ডে অবাক মিম

মিম

বিনোদন ডেস্ক: ঈদুল আজহায় মুক্তি পায়েছে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের ‘পরাণ’ সিনেমা। মুক্তির পর দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে এটি। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে তরুণ নির্মাতা রায়হান রাফির পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেন বিদ্যা সিনহা মিম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও আপলোড করেন মিম। তার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘খুব সারপ্রাইজড হলাম আজ। দেখা হলো রুহীর সঙ্গে। সে নাকি আমাদের ‘পরাণ’ সিনেমাটি ৫ বার দেখেছে। আমি অভিভূত এমন ভালোবাসা পেয়ে।’
মিম
তিনি আরও বলেন, ‘আমাদের চলচ্চিত্রের জন্য দারুণ খবর যে আমাদের চলচ্চিত্রের রিপিট অডিয়েন্স তৈরি হচ্ছে। রুহী ও তার মা পুতুলের মতো এই দর্শকরাই বাংলা সিনেমার প্রাণ। আপনারা পরাণকে পরাণভরা ভালোবাসা দিয়ে যান এভাবেই।’

লাইভ টেকনোলজিস প্রযোজিত ‘পরাণ’-এর চাহিদা বেড়েছে প্রবাসেও। সিনেমাটি শিগগির ভারত, অস্ট্রেলিয়া, ফ্রান্স, মালয়েশিয়া, লন্ডন, ওমান, দুবাই, কানাডাতে মুক্তি পাবে।

জানা গেল চিত্রনায়ক শাকিল খানকে বিয়েসহ পপিকে নিয়ে নানা অজানা তথ্য!