বিনোদন ডেস্ক : সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। টানা ১০ মাস ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে গত সোমবার সন্ধ্যায় রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন দেশ বরেণ্য এই সংগীতশিল্পী।
মৃত্যুর ক’দিন আগে এক ফেসবুকবার্তায় এন্ড্রু কিশোর লিখেছিলেন, ডাক দিয়াছেন দয়াল আমারে, রইবো না আর বেশি দিন তোদের মাঝারে।
ভক্ত-শ্রোতাদের অনুরোধ জানিয়ে তিনি আরও লিখেন, আমি আমার ভক্ত-শ্রোতাদের অনুরোধ করছি- আমার গান ভালোবেসে বাঁচিয়ে রাখার জন্য। আমার গাওয়া গানকে স্বাভাবিক ও সাবলীল রেখে এবং বিকৃত না করে যত্ন করে রাখবেন।
এছাড়াও এই শিল্পী জীবদ্দশায় একাধিকবার বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ভক্ত-শ্রোতাদের অনুরোধ জানিয়েছিলেন, তার গানগুলো বিকৃত না করার।
উল্লেখ্য, ১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন এন্ড্রু কিশোর। সেখানেই কেটেছে তার শৈশব-কৈশোর। ১৯৭৭ সালে আলম খানের সুরে ‘মেইল ট্রেন’ ছবির ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ গানের মধ্যদিয়ে এন্ড্রু কিশোরের প্লেব্যাক যাত্রা শুরু হয়। সেই থেকে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। সংগীতে অসামান্য অবদানের জন্য আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মানে ভূষিত হয়েছেন খ্যাতনামা এই শিল্পী।
এদিকে, বরেণ্য এই সংগীতশিল্পীর মরদেহ নগরীর লক্ষ্মীপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। শিল্পীর দুই সন্তান অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর আগামী ১৫ জুলাই ধর্মীয় আচার মেনে তার শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মৃত্যুর আগেই এন্ড্রু কিশোর তার সমাধিস্থলের জায়গা নির্ধারণ করে গেছেন। ফলে সেখানেই তাকে সমাহিত করা হবে বলেও জানান তার ভগ্নিপতি প্যাট্রিক বিপুল বিশ্বাস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



