স্পোর্টস ডেস্ক: ২০০৯ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের বিনিময়ে কেভিন পিটারসেনকে দলে ভেড়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
মোটা অঙ্কে আইপিএলে দল পাওয়ায় তার প্রতি ঈর্ষান্বিত ছিলেন, ইংল্যান্ডের বাকি ক্রিকেটাররা। কিছুদিন আগে এমনটাই দাবি করেন ইংলিশ সাবেক অধিনায়ক মাইকেল ভন।
সম্প্রতি ভন বলেছিলেন, তখন সবাই কেভিনকে হিংসা করত। ক্রিকেটাররা এখন অবশ্য আমার কথাকে পাত্তা দিবে না। সত্যি বলতে কেভিন সেই সময়ে একটি বড় চুক্তিতে নাম লিখিয়েছিল। যা দলে তখন মতভেদ তৈরি করে।
ভনের এই বক্তব্য অবশ্য খুশি নন পিটারসেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ‘বিস্ময়কর’ প্রকাশ করে কেপি লিখেছেন, ‘বিস্ময়কর! এই ধরনের খবর এখনও শিরোনামে আসছে! আমি কি নম্র ভাবে অনুরোধ করতে পারি যে, এটা নিয়ে আর আলোচনার দরকার নেই?
STAGGERING! Still getting headlines, these stories!
Can I humbly request that this ISN’T spoken about AGAIN!
We’ve all moved on and there’s many more wonderful things to talk about in my career!We live in a broken world right now, where positivity is needed!
PLEASE?! 🙏🏻 https://t.co/iX4DimqsrC
— Kevin Pietersen🦏 (@KP24) April 23, 2020
আইপিএলে দল পাওয়ার ব্যাপারটি ছাড়াও আরও অনেক আলোচ্য বিষয় আছে বলে মনে করেন কেপি। সকলকে ইতিবাচক মানসিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
টুইট বার্তায় পিটারসেন আরও লিখেন, আমরা সবাই অনেকটা পথ চলে এসেছি। আর আমার ক্যারিয়ারে আলোচনা করার মতো অনেক ভাল বিষয় রয়েছে। আমরা এখন একটা ভেঙেচুরে যাওয়া পৃথিবীতে বাস করছি, যেখানে ইতিবাচক মানসিকতার প্রয়োজন।
প্রসঙ্গত, ২০০৯ সালের আইপিএল নিলামে সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন অ্যান্ড্রু ফ্লিনটফ ও কেভিন পিটারসেন। ইংলিশ এই দুই ক্রিকেটারকে সে সময়ের রেকর্ড মূল্যে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।