ভন্ড কবিরাজের উদ্ভট চিকিৎসায় কিশোরের মৃত্যু:গ্রেফতার ৩

হাসান তনা,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি: পক্ষাঘাত (প্যারালিসিস) রোগীর বাঁকা পা ঠিক করার নামে উদ্ভট চিকিৎসায় এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন ভন্ড কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের সরঞ্জাবাড়ী গ্রামে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়,চাঁদখানা ইউনিয়নের সরঞ্জাবাড়ী গ্রামের কেরামত আলীর পুত্র সোহেল রানা (১৫) দু’ বছর আগে পক্ষাঘাত (প্যারালিসিস) রোগে আক্রান্ত হয়। চিকিৎসায় সে সুস্থ্য স্বাভাবিক হলেও তার একটি পা বাঁকাই থেকে যায়। অনেক চিকিৎসা করার পরও পা’টি ঠিক না হওয়ায় সোহেল রানার মা খালেদা বেগম কবিরাজের দ্বারস্থ্য হয়। মাগুড়া ইউনিয়নের মৃত্যু জালাল উদ্দিনের পুত্র মোকাব্বর কবিরাজের চিকিৎসা শুরু করান তিনি।

মঙ্গলবার ওই কবিরাজ মোকাব্বর ও তার দু’ সহযোগি একই গ্রামের আফতাব উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন এবং মহির উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম পক্ষাঘাতগ্রস্থ সোহেল রানার দুই পায়ের উপর ইট রেখে তাদের পা দিয়ে চাপ প্রয়োগ করলে পা’টি ভেঙ্গে যায়। পরে ভাঙ্গা পায়ে বালুর শ্যাক দেয়া হয়। এসময় রোগীর মা বাঁধা দিলে তাকে বিভিন্ন রকম ভয়ভীতি প্রদর্শণ করে। তিন দিন অপচিকিৎসা চলাকালীন সময় বৃহস্পতিবার রাত ১২ টার দিকে কবিরাজের অপচিকিৎসায় সোহেল রানার মৃত্যু হয়। এ ঘটনায় ওই ৩ অপচিকিৎসা প্রদানকৃত কবিরাজকে গ্রামবাসী আটক করে পুলিশের হাতে সোপর্দ্দ করেছে। গ্রেফতারকৃতরা হলো মাগুড়া ইউনিয়নের শাহপাড়া গ্রামের মৃত্যু জালাল উদ্দিনের পুত্র মোকাব্বর (৫৫), একই গ্রামের আফতাব উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪৫) ও মহির উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৫০)।

নিহত সোহেল রানার মা খালেদা বেগম জানান- কবিরাজ মোকাব্বর হোসেন বিভিন্ন গাছের লতাপাতা গুড়ো করে পানিতে সিদ্ধ করে নেয়। সেই সিদ্ধ রস ও ভাঁজা তেল মিশিয়ে শরীরে মালিশ করতে থাকে। শরীরে মালিশ শেষে কবিরাজ ও তার দুই সহযোগি দুই পায়ে ইট বেঁধে সেই ইটের উপর পা দিয়ে চাপ প্রয়োগ করলে সে চিকিৎসার করে উঠে এবং শব্দ হয়ে পা ভেঙ্গে যায়। সেই ভাঙ্গা পায়ে গরম বালুর শ্যাক দেয়া হয়। এসময় আমার ছেলে পানি খেতে চাইলেও তাঁকে পানি খেতে দেয়া হয়নি। তাদের এসমস্ত অপচিকিৎসা প্রদানে বাঁধা দিলে তারা আমাকে নানা ভয়ভীতি দেখায়। টানা তিনদিন এ রকম অপচিকিৎসায় আমার ছেলে মারা যায়।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজিব কুমার রায় সত্যতা নিশ্চিত করে জানান, ওই ৩ ভন্ড কবিরাজকে এলাকাবাসী আটক করার খবর পেয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।