আন্তর্জাতিক ডেস্ক: কুকুর আর ভল্লুকের মধ্যে পার্থক্য বুঝতে না পেরে দারুণ বিপাকে পড়েন এক গায়িকা। কুকুর ভেবে ভল্লুক পুষছিলেন তিনি, আর তাতেই ঘটে যত বিপত্তি। এ ঘটনা জানাজানি হওয়ার পর বন্যপ্রাণী সংরক্ষণ আইন ভাঙার অপরাধে গ্রেপ্তার হন ওই গায়িকা।
সম্প্রতি এ ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে। দেশটির জনপ্রিয় গায়িকা জারিথ সোফিয়া ইয়াসিনের বাড়িতে বন্যপ্রাণী দপ্তর এবং পেনিনসুলারের চিড়িয়াখানা কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান চালিয়ে উদ্ধার করে ভল্লুকটিকে।
তার আগে গায়িকার এক প্রতিবেশীর নজরে আসে বিষয়টি। এভাবে খবরটি পৌঁছে যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। ওই প্রতিবেশী সামাজিক যোগাযোগমাধ্যমে ভল্লুকটির ৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, গায়িকার বাসা থেকে জানালা দিয়ে উঁকি দিচ্ছে কালো রঙের একটি ভল্লুক।
পরে তা অনলাইনে ভাইরাল হয়ে যায়। এর পরই অভিযোগ ওঠে, বন্যপ্রাণীকে বিক্রির উদ্দেশ্যে বাড়িতে ভল্লুকটিকে আটকে রেখেছেন ইয়াসিন। তবে ইয়াসিনের দাবি, তিনি সেটাকে কুকুরছানা ভেবেছিলেন। আর ছানাটিকে সুস্থ করতে চেয়েছিলেন।
প্রাণীটি সুস্থ হয়ে উঠলেই এটিকে চিড়িয়াখানায় রেখে আসার পরিকল্পনাও ছিল তার। কিন্তু তার আগেই গ্রেপ্তার হলেন তিনি।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel