জুমবাংলা ডেস্ক : শেষ কবে বাংলাদেশ ফুটবল দলের খেলা মন দিয়ে বসে দেখেছি মনে পড়ে না। উপুর্যপরি স্কাইপ মিটিংয়ের ফাঁকে বসে দেখলাম বাংলাদেশ-ভারতের খেলা। এবং খেলা দেখে মুগ্ধ। ভারত নিশ্চয়ই আমাদের চেয়ে বেটার দল।
কিন্তু বাংলাদেশ যে দুর্দান্ত ফুটবল খেলে ম্যাচটা জিততে জিততে ড্র করলো সেটা আমার প্রত্যাশারও বহু বাইরে ছিলো। দারুন বুদ্ধিদীপ্ত পাসিং, দুর্দান্ত অফ দ্য বল এন্ড উইথ দ্য বল মুভমেন্ট, এবং সবচেয়ে বড় কথা কোচের ডিফেন্সিভ কৌশলের দুরন্ত অনুবাদ। বিউটিফুল। এইরকম করে খেলতে থাকো, ভাইয়েরা। এবং এই কোচকে ধরে রাখেন বোর্ডের ভাইয়েরা। অভিনন্দন।
ভাইদের কথা বলতে গিয়ে বোনদের কথা যেন ভুলে না যাই। অনূর্ধ্ব পনেরো সাফ ফুটবলে বীরের মতো লড়ে টাইব্রেকারে হেরেছে ভারতের কাছে। অভিনন্দন তোমাদেরও!
(ফেসবুক থেকে সংগৃহীত)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।