ভাইরাল সেই ছবি নিয়ে মুখ খুললেন পরীমনি

বিনোদন ডেস্ক: অন্তঃসত্ত্বার খবর দিয়ে সবাইকে চমকে দেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমনি। ভক্তদের জানান, গেল ১৭ অক্টোবর মডেল-অভিনেতা শরিফুল হোসেন রাজের সঙ্গে বিয়েরবন্ধনে আবদ্ধ হন তিনি।

রাজই তার অনাগত সন্তানের বাবা। বিয়ে ও অন্তঃসত্ত্বার খবর প্রকাশ্যে আনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত নিজেদের ছবি পোস্ট করে যাচ্ছেন পরীমনি।

পরীমনির ফেসবুক টাইমলাইন এখন রাজ ও তার রোমান্টিক ছবিতে ভরপুর। গত ২৬ ফেব্রুয়ারি পোস্ট করা এ যুগলের একটি ছবি এখন নেটমাধ্যমে ভাইরাল।

৬২ হাজারের বেশি রিয়েক্ট জমা পড়েছে তাতে। কমেন্ট বক্স নিয়ন্ত্রণে রাখায় মন্তব্য দেখার সুযোগ হয়নি।

আর সেই ছবি দেখে অনেকেই মনে করছেন, পরীর বেবি বাম্প। ছবিতে দেখা যাচ্ছে, পেটে হাত রেখে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে পরীমনি। পেছন থেকে তাকে জড়িয়ে ধরে আছেন রাজ।

ক্যাপশনে খুশির ইমো দিয়ে পরীমনি লিখেছেন, ‘শব্দেরা মিলিয়ে যায়…।’

ছবিটি পরীমনির বেবি বাম্পের ছবি আখ্যায়িত করে দু-একটি ওয়েব পোর্টাল খবরও প্রকাশ করেছে।

তবে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন পরীমনি নিজেই। জানালেন, এ ধরনের আলোচনায় তিনি বেশ বিরক্ত।

এক গণমাধ্যমকে এ নায়িকা বলেন, ‘খুব খারাপ লাগে, মানুষ না বুঝে, না শুনে কীভাবে এমনটি করতে পারেন। এটা স্রেফ গুজব। দেখেন, ভালো ছবি কিন্তু ভাইরাল হয় না। এই যে আমি সিনেমার প্রচার করি, এতিমখানায় যাই, এতিম বাচ্চাদের সঙ্গে সময় কাটানোর ছবি দিই, সেসব ছবি ভাইরাল হয় না। অথচ একটু অন্য রকম ছবি হলেই ভাইরাল। এসব আর ভালো লাগে না।’

ছবিটি বেবী বাম্পের নয় জানিয়ে পরীমনি বলেন, সবাই পাগল নাকি? সাত-আট মাস না গেলে বেবি বাম্প কি বোঝা যায়? ২ মার্চ আমার মুখোশ ছবির প্রিমিয়ার শোতে থাকব। সবাই দেখবেন সত্যিই আমার বেবি বাম্প কি না।

ফের আইনি ঝামেলায় শ্রাবন্তী, হতে পারে ৭ বছরের জেল!