সুহানা খান হচ্ছে জনপ্রিয় বলিউড অভিনেতা শাহরুখ খান এবং গৌরী খানের প্রিয় কন্যা। সাম্প্রতিক সময়ে ইন্টারনেটে একটি চাঞ্চল্যকর ছবি ভাইরাল হয়েছে। এই ছবির মাধ্যমে দাবি করা হয় যে, বিকিনি পড়া ছবির মেয়েটি হচ্ছে সুহানা খান।
একটি আন-ভেরিফাইড টুইটার পোস্ট এর মাধ্যমে এই ছবিটি পাবলিশ করা হয়েছিল। ওই টুইটার পোস্টটি সুহানা খানের নাম দিয়েই পাবলিশ করা হয়েছিল। পরবর্তী সময়ে ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে জানা যায় যে, ছবির মেয়েটি সুহানা খান নয়।
পাবলিশ হওয়া ওই ছবিটি হচ্ছে শানভি শ্রীবাস্তব নামে এক অভিনেত্রীর। তিনি মুফতি এর মত জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছিলেন। দুই দিন আগে শানভি শ্রীবাস্তব তার ইনস্টাগ্রামে একই ছবি পোস্ট করেছিলেন।
তিনি ক্যাপশন দিয়ে বলেছিলেন যে, আজকের দিনটি ছুটি কাটানোর সময়। তিনি ভক্তদের উদ্দেশ্যে আরও কিছু কথা বলেছিলেন। শাহরুখ কন্যা সুহানা ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয় স্টার হতে সক্ষম হয়েছেন। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ৩.৭ মিলিয়ন।
জয়া আখতারের আসন্ন ছবি ’দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে সুহানা খানের। সবথেকে মজার ব্যাপার হচ্ছে নেটফ্লিক্সে এই সিনেমাটি মুক্তি পাবে। ছবিটি প্রযোজনা করেছে টাইগার বেবি ফিল্মস।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel