বিনোদন ডেস্ক: ‘কাঁচা বাদাম’ গানটি শোনেনি এমন বাঙালিকে খুঁজে পাওয়া যেন দায়। ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম’। গানের লেখা, সুর এবং গেয়েছেনও ভারতের বীরভূমের ভুবন বাদ্যকর। কিন্তু বাদাম বিক্রি করার জন্য সেই গানটি গেয়ে ভাইরাল হয়েছেন এক ফেরিওয়ালা। গানটি ফেসবুক, ইউটিউব, টুইটার ইনস্টাগ্রাম সব জায়গায় ব্যাপক সমাদৃত হয়েছে।
এবার সেই গানের হিন্দি ভার্সন আনছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। শত সমালোচনাতেও ধেমে নেই হিরো আলম। নিজের মতো করে নিজের কাজ করে যান। আলোচনার জন্ম দেন। হয়ে যান ভাইরালও।
এবার তিনি ভাইরাল হওয়া ‘কাঁচা বাদাম’ গানে কণ্ঠ দিলেন। এ গান গাওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমাকে সবাই অনুরোধ করছে তাই আমি একটু বিনোদন দেওয়ার জন্য অন্যরকমভাবে হিন্দিতে ‘কাঁচা বাদাম’ গানটা গেয়েছি। এখন মিউজিক ভিডিওর কাজ করছি।
হিরো আলম আরও বলেন, সবাই তো ‘কাঁচা বাদাম’ গান বাংলায় গেয়েছে। আমি কিন্তু ভিন্ন দিকে হাঁটছি। গানটি হিন্দি ভাষায় গেয়েছি। নির্মাণ হয়েছে মিউজিক ভিডিও। আগামীকাল ০৬-১২-২১ দর্শক-শ্রোতাদের গানটি নিয়ে হাজির হবো।
আগামীকাল দুপুরের মধ্যে আশা করছি গানটি রিলিজ দিতে পারব। হিরো আলম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখা যাবে এটি।
এদিকে ভুবন বাদ্যকারের ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম’ গান শুনেছেন লাখো মানুষ। অনেক ইউটিউবার তার সঙ্গে দেখা করেছেন। তার সাক্ষাতকার নিয়ে ভিডিও বানিয়েছেন। তবে এতে আপত্তিও জানিয়েছেন ভুবন।
থানায় গিয়ে তিনি অভিযোগ করেছেন, ইউটিউবে তার গানের সত্ত্ব অন্যদের নামে সংরক্ষিত। অথচ তার নিজস্ব কোনো অ্যাকাউন্ট নেই ইউটিউবে। সপ্তাহখানেক ধরেই গানটি ফেসবুক, টিকটক, ইউটিউবে ভাইরাল হওয়ায় অনেকে সেখান থেকে অর্থ উপার্জন করলেও গানের স্রষ্টা ভুবন কোনো অর্থ পাননি। গানের শিল্পী হিসেবে তার নামও অনেকে উল্লেখ করছেন না।
নিজের নামে গানের সত্ত্বের পাশাপাশি গান থেকে উপার্জিত অর্থ পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে ভুবন জানিয়েছেন, গানটি ভাইরাল হওয়ার পর প্রচুর মানুষ বাড়িতে ভিড় করছেন। সবাই তার গান ভিডিও করতে চান। তারপর সেই গান নেট মাধ্যমে ছেড়ে অনেক টাকা আয়ও করছেন। অথচ তার হাত খালি।
তার গানটির কথা অনেকটা এমন-
‘হাতের বালা, পায়ের চুরি, সিটি গোল্ডের চেন
দিয়ে যাবেন। আজি সমান সমান বাদাম পাবেন
বাদাম বাদাম দাদা বাদাম বাদাম,
বাদাম আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম।
আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম।
আছে কাঁচা বাদাম… ‘
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।