Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ভাঙা পা নিয়ে স্বামী-সন্তানহারা চিনি বিবির মানবেতর জীবন
    জাতীয়

    ভাঙা পা নিয়ে স্বামী-সন্তানহারা চিনি বিবির মানবেতর জীবন

    April 2, 20243 Mins Read

    জুমবাংলা ডেস্ক : ঘরে দারিদ্রতা থাকলেও স্বামী, সংসার, সন্তান নিয়ে সুখের জীবন ছিল চিনি বিবির। দূরারোগ্য রোগে জন্মের কিছুদিন পরই মারা যায় দুই সন্তান। ক্ষোভে স্বামী তালাক দেন চিনি বিবিকে। অভিমানে অন্য কোথাও ঘর বাঁধেননি তিনি। নিজের কিছু না থাকায় সৎ বোনের পরিত্যক্ত ঘরে ঠাঁই নিয়েছেন ষাটোর্ধ্ব চিনি বিবি। জীবনের এই শেষবেলায় এখন তার একমাত্র ভরসা সৃষ্টিকর্তা। দীর্ঘদিন ধরে ভাঙা পা নিয়েই অসুস্থ ও মানবেতর জীবনযাপন করছেন তিনি।

    ভাঙা পা নিয়ে স্বামী-সন্তানহারা চিনি বিবির মানবেতর জীবন

    শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুড়া নামা পাড়া এলাকার চিনি বিবির ভাগ্যে কখনো মেলেনি সরকারি সুবিধা। পরিবারের কোনো সদস্য না থাকায় ৬৬ বছর বয়সী গৃহহীন বৃদ্ধার একেকটি দিন কাটে যেন চরম দুর্দশায়। কখনো খেয়ে বা না খেয়ে কাটছে তার দিন।

    জানা যায়, স্থানীয় মৃত বয়জ উদ্দিনের মেয়ে চিনি বিবির ৩৫ বছর আগে বিয়ে হয় ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া গ্রামে। কোলজুড়ে দুই সন্তান এলেও দূরারোগ্য রোগে বাঁচেনি একজনও। সেই ক্ষোভে স্বামী তালাক দেন তাকে। পরবর্তী সময়ে ৩০ বছর ধরে নিজ গ্রাম লামাপাড়াতেই অন্যের বাড়িতে ঝিঁয়ের কাজ করে দিন কাটাচ্ছিলেন স্বামী পরিত্যক্তা এ নারী। হঠাৎ বছর দুয়েক আগে কাজ করতে গিয়ে পড়ে গিয়ে একটি পা ভেঙে যায় তার। চিকিৎসার ব্যবস্থা না করতে পারায় ধীরে ধীরে অচল হয়ে পড়েন তিনি।

    ভাঙা পা নিয়ে স্বামী-সন্তানহারা চিনি বিবির মানবেতর জীবন

    আট বছর আগে চিনি বিবির সহোদর ভাই মিয়ার উদ্দিনের মৃত্যু হয়। এরপর থেকেই তার খোঁজ নেয় না কোনো স্বজন। নিদারুণ কষ্টে থাকা এই বৃদ্ধার অবলম্বন বলতে কেউই নেই এখন। সৎ বোনের পরিত্যক্ত ঘরে বসতি গড়লেও তার মনে আছে আশ্রয় হারাবার ভয়। ভাঙা পা নিয়ে দাঁড়াতে পারেন না তিনি।

    চিনি বিবি বলেন, ‘নিজের বলতে কিছুই নেই আমার। যা ছিল আল্লাহ সব নিয়ে গেছেন। বাপ-মা, ভাই-বোন সবাই মারা গেছে। পা ভাঙার পর এখন ভাঁজ হয় না। কোমরের ব্যথায় দাঁড়াইতে পারি না। ছেঁচুড় পাইরা চলা লাগে। খাবার না জুটলে না খাইয়াই থাহা লাগে। ডাক্তর দেহানির টেহাও নাই, মানুষও নাই।’

    তিনি আরও বলেন, এলাকার চেয়ারম্যান-মেম্বর কেউ আমার খোঁজ নেয় না। যার কিছু নেই, তার খোঁজ নেওনের কেউ থাহে না। এত কষ্ট আর সইতে পারি না। এহন আল্লাহ আমারে নিয়া গেলেই ভালা। ঘর নাই, বিছনা নাই। পরের জাগায় থাহি, কবে তুইল্লা দেয় আল্লাই জানে।

    স্থানীয় বাসিন্দা খলিল মিয়া বলেন, পা ভাঙার পর থেকে চিনি বিবির ঠিকমতো চলাফেরা করতে পারে না। সৎবোনের একটি ভাঙা ঘরে থাকলেও মাঝেমধ্যে বকাঝকা করে তারা। এক সময় মানুষের বাড়িতে কাজ কর্ম করলেও এখন সে নিজেই চলতে পারে না। তার কোনো আত্মীয়-স্বজন খোঁজ খবর নেয় না। তবে চিনি বিবি কারো কাছে হাত পাতে না, কেউ ইচ্ছে করে দিলে খাওয়া জোটে না হলে উপোষ থাকে। এই রোজার মাসেও তিনি না খেয়ে রোজা রাখছে। গ্রামের ধনী মানুষেরা আরেক ধনী মানুষের খোঁজ নেয়, গরিবের নেয় না।

    স্থানীয় বাসিন্দা আলমগীর আল আমিন হিরু বলেন, ৩০ বছর ধরে চিনি বিবি এ এলাকায় আছে। ছেলে-মেয়ে, মা-বাবা, ভাই সবাই মারা গেছেন। অসুস্থ চিনি বিবির খাবার জোটে না। মাঝেমধ্যে কেউ খাবার দিলে তা খেতে পারে। চিনি বিবির পায়ের চিকিৎসা ও একটি হুইল চেয়ার জরুরি প্রয়োজন।

    শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজাবে রহমত বলেন, দ্রুত চিনি বিবির খোঁজ খবর নিয়ে তাকে সহায়তা করা হবে।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জাতীয় চিনি জীবন নিয়ে, পা প্রভা বিবির ভাঙা মানবেতর স্বামী-সন্তানহারা
    Related Posts
    চট্টগ্রাম বন্দর

    ‘চট্টগ্রাম বন্দর শুধু বাংলাদেশের না, নেপাল-ভুটান, সেভেন সিস্টার্সেরও হৃৎপিণ্ড’

    May 15, 2025
    অগ্রিম টিকিট বিক্রি

    কাল থেকে ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

    May 15, 2025
    সেলিব্রিটি ক্রিকেট লিগ

    সেলিব্রিটি ক্রিকেট লিগের নামে অশ্লীলতা: তারকা ও নির্মাতাদের প্রতি লিগ্যাল নোটিশ

    May 15, 2025
    সর্বশেষ সংবাদ
    নতুন
    নতুন বাংলাদেশ বির্নিমাণে সাবেক সেনা কর্মকর্তাদের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল
    স্যামসাং গ্যালাক্সি ট্রাই-ফোল্ড
    স্যামসাং গ্যালাক্সি ট্রাই-ফোল্ড: প্রথম সিলিকন কার্বন ব্যাটারির ফোন
    ২১ জনকে নিয়োগ
    ৯পদে ২১ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল
    এরিয়া ম্যানেজার
    ‘এরিয়া ম্যানেজার’ পদে নিয়োগ দেবে এসএমসি
    ফরজ হজ
    কোরআন ও হাদিস অনুযায়ী ফরজ হজ না করার শাস্তি
    চট্টগ্রাম বন্দর
    ‘চট্টগ্রাম বন্দর শুধু বাংলাদেশের না, নেপাল-ভুটান, সেভেন সিস্টার্সেরও হৃৎপিণ্ড’
    মিথ্যা সাক্ষ্য
    ইসলামে মিথ্যা সাক্ষ্য দেওয়া হারাম
    টম ক্রুজ
    ৪ অভিনেত্রী নিয়ে কান উৎসব মাতালেন টম ক্রুজ
    অগ্রিম টিকিট বিক্রি
    কাল থেকে ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
    রিলাক্সেশন থেরাপি
    জেনে নিন রিলাক্সেশন থেরাপির ৪ মূল পদ্ধতি
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.