ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা) আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে ভাঙ্গার সাধারণ মানুষ সড়ক ও রেলপথ অবরোধ করেছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে টানা তৃতীয় দিনেও অবরোধ চলছিল।
পাশাপাশি ভাঙ্গার বিভিন্ন স্থানে ঢাকা-বেনাপোল-খুলনা রেলপথেও গাছের গুঁড়ি ফেলে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিক্ষুব্ধ জনতা ঘোষণা দিয়েছে, আগামীকাল শুক্রবার ও শনিবার অবরোধ শিথিল থাকবে। তবে আগামী রবিবার থেকে দিন-রাত একটানা অবরোধ চলবে। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে ভাঙ্গা হাসপাতাল মোড়ে মাইকিং করে এ ঘোষণা দেন আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক মিয়া।
জানা যায়, গত ৪ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনশ’ আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। ওই তালিকায় ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে অন্তর্ভুক্ত করা হয়। এ কারণে সীমানা পুনর্বহালের দাবিতে গত শুক্রবার সকাল ও সন্ধ্যায় দুই দফায় নয় ঘণ্টা, মঙ্গলবার দশ ঘণ্টা, বুধবার এগারো ঘণ্টা এবং বৃহস্পতিবার সকাল থেকে টানা অবরোধের ফলে দুটি মহাসড়ক দিয়ে অন্তত একুশ জেলার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
সকাল থেকে হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায় বিক্ষোভ শুরু হয়। পরে হামিরদী বাসস্ট্যান্ড, নোয়াপাড়া বাসস্ট্যান্ড, পুকুরিয়া, ভাঙ্গা পৌরসভার সামনের সড়ক, হাসপাতাল মোড়, আলগী ইউনিয়নের সুয়াদীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়ক অবরোধ করা হয়।
এদিকে ভাঙ্গা উপজেলার কৈডুবি রেলগেটে গাছের গুঁড়ি ফেলে রেলপথ অবরোধ করে রাখে স্থানীয়রা। গেটকিপার মুস্তাফিজুর রহমান জানান, সকাল সাড়ে সাতটা থেকে রেলগেট বন্ধ করে রাখা হয়েছে, ফলে সারা দিন কোনো ট্রেন চলাচল করতে পারেনি।
ভাঙ্গা রেলওয়ে জংশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ সাকিব আকন্দ জানান, খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস সকাল আটটা পনেরো মিনিটে ভাঙ্গায় পৌঁছানোর কথা থাকলেও রেললাইন অবরোধের কারণে ট্রেনটি ভাঙ্গায় আসতে পারেনি এবং মুকসুদপুর এলাকায় অবস্থান করছে।
সরেজমিনে দেখা যায়, বেলা এগারোটার দিকে ভাঙ্গা হাসপাতাল মোড়ে আলগী থেকে আসা একদল নারী ঝাড়ু হাতে বিক্ষোভে যোগ দেন এবং বিভিন্ন স্লোগান দেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙ্গা হাসপাতাল মোড়ে বিক্ষোভকারীদের উদ্দেশে আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক মিয়া বলেন, “শুক্র ও শনিবার অবরোধ থাকবে না। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত রবিবার থেকে দিন-রাত একটানা সড়ক ও রেল যোগাযোগ বন্ধ রাখা হবে। এছাড়া সেদিন ঢাকায় নির্বাচন কমিশন ভবন ও জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।”
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান জানান, বৃহস্পতিবার সকাল থেকে ভাঙ্গার সঙ্গে ঢাকা, খুলনা ও বরিশালের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। স্থানীয়রা সীমানা পুনর্বহালের দাবিতে সড়কে অবস্থান নিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।