পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার পালভাঙ্গুড়া ইউনিয়ন ও চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বেশকিছু অংশজুড়ে রুহুল বিলে পলো বাওয়া উৎসবে মাতেন শৌখিন মৎস্য শিকারিরা।
উৎসবে যোগ দিতে পাবনাসহ পার্শ্ববর্তী জেলা থেকে পলো, জাল, ঠেলাজাল, ধর্মখড়াসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ নিয়ে এসেছেন তারা। কিশোর, যুবক, বৃদ্ধ সব বয়সী মাছ শিকারি যোগ দিয়েছেন এই উৎসবে।
পলো বাওয়া উৎসবে কে কত মাছ পেলেন সেটি বড় বিষয় নয়, মাছ ধরার জন্য মিলিত হওয়াটাই এখানে মূখ্য বিষয়। তবে এই উৎসবে কেউ খালি হাতে ফিরেন না। দিন শেষে মাছ হাতে সবাইকে বাড়ি ফিরতে দেখা যায়।
প্রতি বছর এই দিনটির জন্য অপেক্ষা করতে থাকেন সৌখিন মাছ শিকারিরা। গত শনিবার কাকডাকা ভোরে রুহুল বিল এলাকায় পাবনাসহ পার্শ্ববর্তী জেলাগুলো থেকে মাছ শিকারিরা মাছ ধরার বিভিন্ন উপকরণ হাতে আসতে থাকেন। বিলের পাড়ে জড়ো হয়ে এক সঙ্গে মাছ ধরতে পানিতে নামেন।
এদিন পাবনার ভাঙ্গুড়া উপজেলার রুহুল বিলে কয়েক হাজার মানুষ মেতে ওঠে মাছ ধরা উৎসবে।
পলো বাওয়া উৎসবের ঐতিহ্য ধরে রাখতে নানা উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, তারা বিল পরিদর্শন করে অভয়াশ্রমটা নিশ্চিত করবে। যাতে মাছ সংরক্ষিত থাকে বিস্তৃত অঞ্চলজুড়ে। পরে যাতে পলো বাওয়া উৎসবের ঐতিহ্যটা বজায় থাকে।
তিনি আরও বলেন, দেশীয় মাছ রক্ষার্থে যাতে চায়না দোয়ারি জাল কেউ ব্যবহার করতে না পারে সেক্ষেত্রে তারা অভিযান জোরদার করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।