জুমবাংলা ডেস্ক : বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা বিধানসহ পরিবার ও সমাজে তাদের মর্যাদা বৃদ্ধি; আর্থিক অনুদানের মাধ্যমে তাদের মনোবল জোরদারকরণ এবং চিকিৎসা ও পুষ্টির চাহিদা পূরণে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সহায়তা করছে সরকার। লক্ষ্য ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার। কিন্তু সেই ভাতার টাকাও চুরি করছে একটি অসাধু চক্র। এতে বিড়ম্বনায় পড়েছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন ভাতাভোগী অসহায় মানুষ।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে নমুনা হিসেবে দুজন বয়স্ক ও একজন বিধবা ভাতাভোগী নারীকে সাথে নিয়ে আধা ঘণ্টা ধরে উপজেলা পরিষদের সামনে দাঁড়িয়েছিলেন গাইবান্ধা জেলা পরিষদ সদস্য মো. এমদাদুল হক।
ভাতাচোরদের বিচারের দাবিতে তিনি বলেন, ভাতা খোয়া যাওয়া এসব অসহায় মানুষ শেষ বয়সে যাতে ভালো থাকেন সে জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়। কিন্তু এই সামান্য টাকায়ও অসাধু চক্রের চোখ পড়েছে। বিভিন্নভাবে হাতিয়ে নিচ্ছে তাদের ভাতার টাকা। প্রতারকদের কারণে টাকা না পেয়ে বিপদে পড়েছেন ভাতাভোগীদের অনেকেই।
মানববন্ধনে অংশ নেওয়া তারাপুরের ঘগোয়ার গুলজান বেওয়া, নিজামখার ইসলাম উদ্দিন ব্যাপারী ও খোর্দা গ্রামের ইসমাইল হোসেন বলেন, ফোন নম্বর ঠিক থাকলেও দুইবার থেকে ভাতার টাকা পাচ্ছেন না তারা। তাদের এ ভোগান্তির অবসানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এসব মানুষ।
সুন্দরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান খান বলেন, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের টাকা একটি চক্র হাতিয়ে নিচ্ছে বিষয়টি শুনেছি। ভাতাভোগীদের থানায় জিডি করার করার পরামর্শ দিয়েছি। পুলিশ অবশ্যই প্রতারক চক্রকে আইনের আওতায় আনতে পারবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।