পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একখন্ড জমি নিয়ে দেবর নূরল ইসলামের ছেলে সুজনের (৩৫) সাথে লেবুজা বেগমের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন দুপুরে দুই পরিবারের মধ্যে ঝগড়া লাগে। প্রথমে তর্কাতর্কি ও পরে হাতাহাতি শুরু হলে সুজন চাচীকে চর-থাপ্পর মেরে জোড়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এ সময় লেবুজা বেগম জ্ঞান হারান। পরে স্থানীয় চিকিৎসকরা এসে তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত বৃদ্ধার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।