৮৯০ রান। গড় ৫৯.৩৩। স্ট্রাইক রেট ১৫৭.৮০। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটের সর্বশেষ সিজনে এরকম অবিশ্বাস্য সময় কাটিয়েছে ভারতের উঠতি তারকা শুভমান গিল। ভারতের ব্যাটিং লাইনের অন্যতম স্তম্ভ ধরা হয় এ জনপ্রিয় ব্যাটসম্যানকে। তিনি শচীন টেন্ডুলকার, শেভাগ, রাহুল এবং কোহিলের পথ অনুসরণ করে সামনে এগিয়ে যাচ্ছেন।
যে স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করতে পারেন তা সবাইকে চমকে দিয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সর্বশেষ সিজনে গিলের ব্যাটিং স্টেডিয়ামে বসে দেখেছেন ভারতের ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তিনি মন্ত্রমুগ্ধ হয়ে তার ব্যাটিং দেখছিলেন।
শচীন টেন্ডুলকার বলেন যে, এই মৌসুমে শুভবান গিলের পারফরম্যান্স ভুলে যাওয়ার মত নয়। বিশেষ করে দুটি সেঞ্চুরি যার প্রভাব ছিল অনেক বেশি। গিলের ব্যাটিং এর যেটি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি টেম্পারমেন্ট, দ্বিধাহীন স্থিরতা, রানের জন্য খিদে আর কৌশলী রানিং বিটুয়েন দ্য উইকেট।
বর্তমানে যে ক্রিকেট বিশ্বকাপের আসার চলছে সেখানে ভারত প্রায় সেমিফাইনালে উঠে গেছে। সেমিফাইনাল এবং ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের দর্শকরা তাকিয়ে থাকবে গিলের ব্যাটিংয়ের দিকে।
যেদিন তিনি জ্বলে উঠবেন সেদিন প্রতিপক্ষের কোনো বোলার তাকে থামাতে পারবে না। আইপিএলে তার ব্যাটিং এর ধরন দেখে এ কথা নিঃসন্দেহে বলে দেওয়া যায়। শুভমান গিলের ব্যাটিং লক্ষ করলে কিছু ইউনিক বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়।
বোলার যখন বোলিং করতে আসেন তিনি দুই স্টেপ সামনে এগিয়ে স্ট্যাম্প গার্ড দিয়ে ফেলেন। ইউনিক ফুটওর্য়াক বোলিং লেন্থ বুঝতে সহায়তা করে। এরপর তিনি সিদ্ধান্ত নেন বলটি তিনি কোন দিকে খেলবেন। সেজন্য ফুটওয়ার্ক নিয়ে তাকে খুব একটা চিন্তা করতে হয় না।
আপনি জেনে অবাক হবেন যে, ক্রিকেট প্রতিভার বাইরে শুভমান গিলের আরো দক্ষতা রয়েছে। জনপ্রিয় স্পাইডারম্যান সিনেমার ভারতীয় ভার্সনে কন্ঠ দিয়েছেন শুভমান গিল। এজন্য ভক্তরা অনেকেই তাকে স্পাইডারম্যান গিল হিসেবে উল্লেখ করে থাকে।
জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক হার্শে ভোগলে বলেন যে, গিলের ব্যাটিং দেখে আমার ইনজামাম উল হকের কথা মনে পড়ে যায়। তিনি একটি বলকে খুব চমৎকারভাবে বিশ্লেষণ করতে পারতেন। এই পাকিস্তানি জনপ্রিয় ব্যাটসম্যানের মতোই গিলের এরকম প্রতিভা রয়েছে। হয়তো বর্তমান বিশ্বকাপটা স্বপ্নের মত কাটতে পারে তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।