স্পোর্টস ডেস্ক : আগামী ১১ জুলাই থেকে ঢাকায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ। তবে এই প্রতিযোগিতায় খেলবে না ভারত। ইতোমধ্যে ভারত আনুষ্ঠানিকভাবে সাফকে না খেলার বিষয়ে অবহিত করেছে। ফলে স্বাগতিক বাংলাদেশসহ ভুটান, নেপাল ও শ্রীলঙ্কা খেলবে বয়সভিত্তিক এই টুর্নামেন্টে।
ভারত সরে যাওয়ায় এবারের টুর্নামেন্টটি হবে ভিন্ন পদ্ধতিতে। যেখানে থাকছে না কোনো নকআউট ম্যাচ। চার দল একে অন্যের সঙ্গে রাউন্ড রবিন লিগ ভিত্তিতে দুই বার করে মুখোমুখি হবে। এরপর শীর্ষ পয়েন্টধারী দল হবে চ্যাম্পিয়ন।
এদিকে ৪ জুন বাংলাদেশ-ভুটান ম্যাচ দিয়ে ফুটবল ফিরেছে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ ঢাকা স্টেডিয়ামে হলেও আসন্ন সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্ট বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে। কারণ জাতীয় স্টেডিয়ামে ঘাস নিয়ে পুনরায় কাজ শুরু হবে।
বাফুফের নির্বাহী সদস্য ও নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘সাফ অ-২০ নারী টুর্নামেন্ট কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে। জাতীয় স্টেডিয়ামে সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল হলেও মাঠের ঘাস নিয়ে পুনরায় কাজ হবে, এজন্য কিংস অ্যারেনায় নারী টুর্নামেন্ট আয়োজন হবে।’
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী হোম ম্যাচ ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে। এই ম্যাচটি চট্টগ্রামে আয়োজন করার কথা ভেবেছিল বাফুফে। তবে নিরাপত্তা, টিকিট বিক্রি ও নানা বিষয় বিবেচনা করে ঢাকাতেই রাখা হচ্ছে ভেন্যু। এদিকে, বিদেশি বিশেষজ্ঞ এনে ঘাসের কাজ করাতে ২-৩ মাস সময় প্রয়োজন। তাই জুলাইয়ে নারী টুর্নামেন্ট জাতীয় স্টেডিয়ামের পরিবর্তে কিংস অ্যারেনায় করবে বাফুফে।
কিংস অ্যারেনায় বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী ফুটবল দল উভয়েই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে একাধিকবার। জাতীয় পুরুষ ফুটবল দলের বিশ্বকাপ বাছাইয়ের হোম ম্যাচও কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা কিংসের এএফসি কাপের হোম ম্যাচও হয়েছে কয়েকটি।
ক্লাব ও জাতীয় দল সব মিলিয়ে ২০টির মতো ম্যাচ হয়েছে এই স্টেডিয়ামে। অবশ্য আন্তর্জাতিক টুর্নামেন্ট কখনোই হয়নি। এবার সাফ অ-২০ নারী আসর দিয়ে টুর্নামেন্টের একক কেন্দ্রীয় ভেন্যু হিসেবে অভিষেক হচ্ছে কিংস অ্যারেনার।
এদিকে জুনের তৃতীয় সপ্তাহে এশিয়ান কাপ নারী বাছাই টুর্নামেন্ট মিয়ানমারে। ওই টুর্নামেন্টের পরপরই ঢাকায় সাফ অ-২০ নারী টুর্নামেন্ট। ভারত না খেলায় স্বাগতিক বাংলাদেশের সাফ অ-২০ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেড়েছে।
উল্লেখ্য, সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। সবশেষ ২০২৩ সালে ঘরের মাটিতে নেপালকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন শামসুন্নাহার-আফঈদারা। উদ্বোধনী ম্যাচে এবার দুপুর ৩টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ দল।
মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের সূচি
তারিখ ম্যাচ সময়
১১ জুলাই বাংলাদেশ-শ্রীলঙ্কা দুপুর ৩ টা
১১ জুলাই ভুটান-নেপাল সন্ধ্যা ৭ টা
১৩ জুলাই শ্রীলঙ্কা-ভুটান দুপুর ৩ টা
১৩ জুলাই বাংলাদেশ-নেপাল সন্ধ্যা ৭ টা
১৫ জুলাই বাংলাদেশ-ভুটান দুপুর ৩ টা
১৫ জুলাই শ্রীলঙ্কা-নেপাল সন্ধ্যা ৭ টা
১৭ জুলাই শ্রীলঙ্কা-নেপাল দুপুর ৩ টা
১৭ জুলাই বাংলাদেশ-ভুটান সন্ধ্যা ৭ টা
১৯ জুলাই ভুটান-নেপাল দুপুর ৩ টা
১৯ জুলাই বাংলাদেশ-শ্রীলঙ্কা সন্ধ্যা ৭ টা
২১ জুলাই শ্রীলঙ্কা-ভুটান দুপুর ৩ টা
২১ জুলাই বাংলাদেশ-নেপাল সন্ধ্যা ৭ টা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।