আন্তর্জাতিক ডেস্ক: দৈনিক করোনা সংক্রমণে এতদিন বিশ্বে শীর্ষে ছিল ভারত। এবার সেই স্থান দখল করেছে ইন্দোনেশিয়া।
দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে পরপর দু’দিনে কোভিডে সংক্রমিতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গিয়েছে। মঙ্গলবার সেই সংখ্যা হয়েছিল ৪৭ হাজার ৮৯৯।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৭ হাজার ৮৯৯ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত একদিনে এই সংখ্যা সর্বোচ্চ। এক মাস আগেও দেশটিতে দৈনিক সংক্রমণ ছিল ১০ হাজারের কম। ভারতে সর্বশেষ ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৭৯২ জন।
এই পরিসংখ্যানই ইন্দোনেশিয়াকে এশিয়ায় সার্স-কোভ-২ ভাইরাস সংক্রমণের নতুন হটস্পটে পরিণত করেছে। জানা গেছে, করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটেই ইন্দোনেশিয়ায় এই চিত্র।
জুনেও ইন্দোনেশিয়ায় করোনার সংক্রমণ কম ছিল। কিন্তু জুলাইয়ের শুরু থেকেই অবস্থা বদলাতে থাকে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ইন্দোনেশিয়া-লাগোয়া জাভা দ্বীপ থেকেই মূল ভূখণ্ডে ঢুকেছে সার্স-কোভ-২ ভাইরাসের ডেল্টা প্রজাতিটি। সে দেশের প্রশাসন এই সংক্রমণ নিয়ে রীতিমতো শঙ্কিত।
গত এক সপ্তাহে করোনার জেরে ইন্দোনেশিয়ায় প্রতিদিন গড়ে মৃত্যু হয়েছে ৯০৭ জনের। এক মাস আগে, জুনে যে সংখ্যাটা ছিল মাত্র ১৮১!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।