স্পোর্টস ডেস্ক: আইসিসি ক্রিকেট বিশ্বকাপে দুর্দান্ত এক সেমিফাইনাল দেখলো ক্রিকেট বিশ্ব। বুক চিতিয়ে লড়াই করেও ভারতকে ফাইনালে তুলতে পারেননি রবীন্দ্র জাদেজা এবং মাহেন্দ্র সিং ধোনি। খবর ইউএনবি’র।

Advertisement
ওল্ড ট্রাফোর্ডে প্রথম সেমিফাইনালে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরেছে ভারত।
নিউজিল্যান্ডের দেয়া ২৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ২২১ রানে অলআউট হয় ভিরাট কোহলি বাহিনী।
ভারতের লম্বা ব্যাটিং লাইনআপের সামনে লক্ষ্যটা বড় ছিল না। তবে কিউই পেসে মাত্র ৫ রানে প্রথম সারির ৩ উইকেট হারানো ভারত ৯২ রানের মধ্যেই হারায় ৬ উইকেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

