স্পোর্টস ডেস্ক : ম্যাচের ৬৯ মিনিটে প্রতিপক্ষের একজনের সঙ্গে সংঘর্ষে চোট পেয়ে মাঠ ছেড়ে হাসপাতালে যেতে হয়েছিল বাংলাদেশ গোলকিপার ও অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণকে। তার জায়গায় মাঠে আসেন বদলী গোলকিপার মোহাম্মদ আসিফ। এই তরুণই শেষ পর্যন্ত বাংলাদেশকে নিয়ে গেছেন সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে। টাইব্রেকারে ভারতের দুটি শট রুখে দিয়ে বাংলাদেশকে পাইয়ে দেন ৪-৩ গোলের জয়। তাতে গতবারের ফাইনালে হারের প্রতিশোধ যেমন নেওয়া হলো, পাশাপাশি প্রথমবারের মতো বয়সভিত্তিক এই আসরের শিরোপা স্বপ্নও টিকে রইলো মারুফুল হকের শিষ্যদের। বুধবার স্বাগতিক নেপালের বিপক্ষে বাংলাদেশ নামবে শিরোপার লড়াইয়ে।
নির্ধারিত ৯০ মিনিটে বেশিরভাগ সময় এগিয়ে ছিল বাংলাদেশ। তবে শেষ দিকে ভারত সেই গোল পরিশোধ করে ম্যাচের ভাগ্য নিয়ে যায় টাইব্রেকারে। তবে এই ভাগ্য পরীক্ষায় নিজের জাত চেনান আসিফ। রুখে দেন ভারতের প্রথম ও পঞ্চম শট। অন্যদিকে বাংলাদেশের চারটি প্রচেষ্টাই জালে জড়ায়। তাতে ভারতকে বিদায় করে বাংলাদেশ পা রাখে ফাইনালে।
প্রতিপক্ষ ভারত বলেই ঘর সামলে আক্রমণে যাওয়ার পরিকল্পনা ছিল মারুফুল হকের। ৪-৩-৩ ফরমেশনে তার দল খেলেছে। যদিও ভারতের চতুর আক্রমণভাগ বারবার হামলে পড়েছে বাংলাদেশের রক্ষণে। ম্যাচের ১৪ মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা ভারতের গোয়ারির ডান পায়ের শট পা দিয়ে রুখে দেন শ্রাবণ। দুই মিনিট পর দূর থেকে থিঙ্গুজাম সিংয়ের শট পোস্টে প্রবেশের আগে আয়ত্বে নেন বাংলাদেশ অধিনায়ক।
বাংলাদেশের খেলোয়াড়রা বল পায়ে রাখতে পারেনি বেশিক্ষণ। বারবার বল হারিয়েছে। কিংবা তুলে দিয়েছে প্রতিপক্ষের পায়ে। যদিও ৩৬ মিনিটে স্রোতের বিপরীতে এগিয়ে যায় বাংলাদেশ। বাঁদিক থেকে রাব্বি হোসেন রাহুলের লো-ক্রস ভারত কিপার প্রিয়াংস দুবের গ্লাভস ছুঁয়ে চলে যায় আসাদুল মোল্লার কাছে। একটু লাফিয়ে ডান পায়ের ভলিতে বল জালে জড়ান আসাদুল।
বিরতি থেকে ফিরে ভারত আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। বাংলাদেশকেও ঘর সামলাতে মনযোগী হতে দেখা যায়। ম্যাচের ৫৪ মিনিটে সমতায় ফেরার সেরা সুযোগ নষ্ট করেন ভারতের থিঙ্গুজাম সিং। শ্রাবণকে একা পেয়েও তার ডান পায়ের শট দূরের পোস্ট ঘেসে বাইরে যায়। দুই মিনিটর পর সতীর্থের লম্বা বলে কেলভিন সিংয়ের শট পোস্টের ওপর দিয়ে যায়। তাতে ভারতের আরেকটা ভালো সুযোগ নষ্ট হয়। ঘড়ির কাটা যখন ৬০-এর ঘরে তখন আরেকটি ভালো সুযোগ নষ্ট করে ভারত। এবার গাংতের ভলি সরাসরি যায় শ্রাবণের কাছে। পরের মিনিটে কেলভিনের শটও আয়ত্বে নেন বাংলাদেশ কিপার। পরের মিনিটে গাংতেকে হতাশ করে সাইড পোস্ট। ৬৫ মিনিটে বাংলাদেশ লিড অক্ষত রাখেন ডিফেন্ডার কামাচি মারমা। গয়ারির ভলি পোস্টে যাওয়ার আগ মুহূর্তে ক্লিয়ার করেন এই ডিফেন্ডার।
৬৯ মিনিটে শ্রাবণের জায়গায় মাঠে নামেন আসিফ। এর ছয় মিনিট পরেই গোল হজম করে বাংলাদেশ। ফ্রি-কিক থেকে ভারতের সমতাসূচক গোলের সূত্রপাত। ভারত অধিনায়ক রিকি হাওবামের গোল মুখের জটলা থেকে বাঁ পায়ের প্লেসিং জালে জড়ায়। ম্যাচটা টাইব্রেকারে গড়ানো আগ মুহূর্তে কামাচি মারমা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লেও খুব ক্ষতি হয়নি বাংলাদেশের।
টাইব্রেকারে ভারতের গাংতের নেওয়া প্রথম শট ডান দিকে ঝাঁপিয়ে রুখে দেন আসিফ। এর পর তাদের তিনজন গোল করলেও পঞ্চম শট নিতে আসা আকাশকে হতাশা উপহার দেন বাংলাদেশের বদলী কিপার। অন্যদিকে বাংলাদেশের হয়ে সফল পেনাল্টি নেন পিয়াস আহমেদ নোভা, মইনুল ইসলাম, শাকিল আহাদ ও আশরাফুল হক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।