স্পোর্টস ডেস্ক : ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সুরমার একমাত্র গোল ম্যাচের ভাগ্য লিখে দিয়েছে।
দুই ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ৬ পয়েন্ট। শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে খেলবে স্বাগতিকরা। আরেক ম্যাচে নেপালের প্রতিপক্ষ ভারত। সে ম্যাচ ড্র হলে দুই দলের সংগ্রহ দাঁড়াবে সমান, ৪ পয়েন্ট। গোল গড়ে এগিয়ে থাকায় ফাইনাল নিশ্চিত হবে ভারতের। ফাইনালে যেতে নেপালের চাই জয়।
নবম মিনিটে পূজা দাসের পাসে দারুণ সুযোগ সৃষ্টি করেছিল ভারত। আফিদা খন্দকার ও জয়নব বিবি রিতা আস্থার সঙ্গেই পোস্ট অক্ষত রাখেন। ১৩ মিনিটে ভারতের আরেকটি আক্রমণ রুখে দিয়েছেন বাংলাদেশ গোলরক্ষক। ২০ মিনিটে স্বপ্নার রানীর শট ক্রসবার উঁচিয়ে বাইরে গেলে বাংলাদেশের সুযোগ নষ্ট হয়। প্রথমার্ধের যোগ করা সময়ে আফিদা খন্দকারের ফ্রি-কিক ক্রসবার ঘেঁষে বাইরে গেছে।
বিরতির পর প্রথম মিনিটেই সাগরিকার কল্যাণে সুযোগ সৃষ্টি করেছিল বাংলাদেশ। পরের মিনিটে বাংলাদেশের আরেকটি সুযোগ রুখেছেন পূজা দাস। ৮৪ মিনিটে স্বপ্না রানীর ফ্রি-কিক থেকে সুরমা দুর্বল হেডে সুযোগ নষ্ট করেছেন। ৮৭ মিনিটে মুনকি খাতুন ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ নষ্ট করেছেন। ভারতের গোলরক্ষক অনিকা দেবীর ভুল পাস ধরে দ্রুত বক্সে প্রবেশ করা মুনকি ফাঁকায় থাকা সাগরিকাকে পাস না দিয়ে দুর্বল শট নেন। যোগ করা সময়ে আফিদার পাস ধরে তিন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান সুরমা। ২ ম্যাচে ৩ গোল করলেন এ ফরোয়ার্ড।
তার আগে, ভুটান রীতিমতো নেপালকে চমকে দিয়েছিল। সেনু পারিয়ারের দ্বিতীয়ার্ধের গোলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে গত আসরের ফাইনালিস্ট নেপাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।