স্পোর্টস ডেস্ক : বিনা উইকেটে ৯৭ রান। সেখান থেকে ১১০ তুলতেই নেই ৪ উইকেট। দারুণ শুরুর পরও হারের শঙ্কায় পড়ে গিয়েছিল শ্রীলংকা। তবে সেখান থেকে ব্যাট হাতে নেতৃত্ব দিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।
এক বল হাতে রেখে জিতেছে লঙ্কানরা। ৬ উইকেটের এই জয়ে ফাইনালের পথে এক পা দিয়ে ফেলেছে দাসুন শানাকার দল।
ভারতেরও প্রায় বিদায় নিশ্চিত হয়ে গেছে। যদিও কাগজে কলমে এখনও সম্ভাবনা বেঁচে রয়েছে রোহিত শর্মার দলের।
অলরাউন্ডিং পারফরর্ম্যান্স দেখিয়েছেন লঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। বল হাতে ২ ওভারে ২ উইকেট শিকারের পর ব্যাট হাতে খেলেছেন ১৮ বলে ৩৩ রানের অপরাজিত ঝড়ো ইনিংস। যে কারণে ম্যাচসেরা পুরষ্কার উঠেছে তারই হাতে।
এমন দুর্দান্ত জয়ের প্রতিক্রিয়ায় লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেন, এ জয়ে ড্রেসিংরুমে ছেলেদের আত্মবিশ্বাস দারুণ বেড়ে গেছে। আজ বোলাররা ভালো বোলিং করেছে। কৃতিত্ব দিতে চাই দিলশান ও থিকশানাকে। তারা সত্যিই ভালো বোলিং করেছে। ভারতীয় ব্যাটাররা তাদের ওপর চড়াও হতে চেয়েছিল, কিন্তু তারা ভালো করে (সেটা রুখে দিয়েছে)।
শানাকা আরও বলেন, প্রথম ম্যাচের পর আমরা (এ ম্যাচ) নিয়ে গুরুত্ব নিয়ে আলোচনা করি। আমরা জানি আমরা কী করতে পারি। পাথুম এবং কুশল সেটা দুর্দান্তভাবে শুরু করল এবং রাজাপাকসে এবং আমি শেষ করলাম।
মাত্র ২ ওভার বল করার বিষয়ে শানাকা বলেন, এটা আসলে টিম কম্বিনেশনের কারণে হয়েছে। তাই আমি আমার বোলিংয়ের কোটা পূরণ করিনি। দলের জন্য সবচেয়ে ভালো যেটা সেটাই সিদ্ধান্ত নিতে হবে আমাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।