জুমবাংলা ডেস্ক : এবারের দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা হিসেবে ভারতকে ৫০০ মেট্রিক টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (২৫ সেপ্টেম্বর) ইলিশ পাঠানোর এ অনুমোদন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন।
তিনি বলেন, দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হচ্ছে। তবে এটি রফতানির কোনো বিষয় নয়। দুর্গাপূজা উপলক্ষে শুধু একবারই পাঠানো হবে। মূলত কলকাতার বাজারেই এই ইলিশ বিক্রি হবে।
মন্ত্রণালয় সূত্র জানায়, এসব ইলিশ ভারতের সরকারের কাছে আনুষ্ঠানিক কোনো হস্তান্তর নয়। মূলত ভারতের একটি ব্যবসায়ী গ্রুপ বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে এসব ইলিশ নিয়ে যাবে। শুধু পূজা উপলক্ষে এই অনুমতি দিয়েছে সরকার।
ভারতে এতো বিপুল পরিমাণ ইলিশ উপহার দেয়া নিয়ে সারা দেশে আলোচনা-সমালোচনা চলছে। এবার এ বিষয় নিয়ে ৫টি প্রশ্ন রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। এ বিষয়ে আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন আসিফ নজরুল। তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য হবহু তুলে ধরা হলো-
৫০০ মেট্রিক টন ইলিশ!
বিপুল পরিমাণে ইলিশ কেন ভারতকে উপহার দেয়া হচ্ছে?
সীমান্তে বাংলাদেশের মানুষ মেরে ফেলার জন্য?
অভিন্ন নদীর পানি থেকে আমাদের বঞ্চিত করার জন্য?
বাণিজ্য ভারসাম্য না রাখার জন্য?
কথায় কথায় বাংলাদেশ সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য?
উপহার ১০০ বা ২০০ টা ইলিশ হতে পারে। ৫০০ মেট্রিক টন উপহার না, ঘুষের মতো শোনায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।