জুমবাংলা ডেস্ক : অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে হবে। দিবারাত্রির টেস্টের আগে সমর্থকদের জন্য ওপেন নেট সেশন আয়োজন করেছিল দুই দল। অস্ট্রেলিয়া দলের সেশনে মাত্র ৭০ জন সমর্থক হাজির হয়েছিল। ওদিকে ভারতের অনুশীলন দেখতে হাজির হয়েছিল ৩ হাজারের বেশি ভারতীয় দর্শক।
কিন্তু অনুশীলন দেখতে এসে নিজ দলের ক্রিকেটারদেরই হেনস্তা করেছেন ভারতীয়রা। কাউকে খোঁচা দিয়েছেন, কারও শারীরিক গঠন নিয়ে বাজে কথা বলেছেন। এদিকে সিরিজের পঞ্চম টেস্টেও এমন ওপেন সেশনের পরিকল্পনা ছিল ভারতের। দর্শকদের এমন আচরণ দেখে সিডনি টেস্টের আগের সে পরিকল্পনা বাদ দিয়েছে বিসিসিআই।
বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ‘একদম বিচ্ছিরি অবস্থা। অস্ট্রেলিয়ানদের সেশনে ৭০জনও হবে না, কিন্তু ভারতের সেশনে তিন হাজার চলে এসেছে। কেউ আশা করেনি এত সমর্থক আসবে।’
সমর্থকেরা নাকি রোহিত শর্মা ও ঋষভ পন্তকে ছক্কা মারতে বলছিলেন বারবার। আউট হলে তিরস্কার করছিলেন ব্যাটসম্যানদের। বল মিস করলেও দুয়ো দিচ্ছিলেন। বোর্ড তাই কড়া সিদ্ধান্ত নিয়েছে, ‘সিডনি টেস্টের আগে আরেকটা ফ্যান ডে ছিল। কিন্তু সেটা বাতিল করা হয়েছে। কারণ এখানে যে বাজে আচরণ করা হয়েছে তাতে খেলোয়াড়রা খুব বিরক্ত হয়েছেন।’
ভক্তদের অতি আগ্রহ নাকি দলের ব্যাটসম্যানকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছিল, ‘বিরাট কোহলি ও শুবমান গিল পদপিষ্ট হতে পারত, এত মানুষ ছিল। কেউ কেউ ফেসবুক লাইভ করছিল। ব্যাটসম্যানরা যখন স্টান্স নিচ্ছিল, তখনো জোরে জোরে কথা বলছিল। একজন তো বারবার এক ক্রিকেটারকে গুজরাটি ভাষায় তাকে সম্বোধন করতে বলছিল। অন্য একজন এক ক্রিকেটারকে শরীর নিয়ে খোঁচা দিয়েছে।’
এমন আচরণের পর বিসিসিআই খালি স্টেডিয়ামে অনুশীলন আয়োজনের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কথা বলেছে। অস্ট্রেলিয়ায় সাধারণত অনুশীলনের দিন সমর্থকদের ঢুকতে দেওয়া হয়। আগামী শুক্রবার শুরু হবে দ্বিতীয় টেস্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।