আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে পড়তে যেতে ইচ্ছুক ভারতীয় শিক্ষার্থীরা ব্যাপকভাবে ‘শিক্ষা ভিসা’ প্রত্যাখ্যানের সম্মুখীন হয়েছেন। চলতি বছর ভারতীয়দের জন্য যুক্তরাষ্ট্রের শিক্ষা ভিসা ৩৮ শতাংশ কমেছে।
সম্প্রতি এক প্রতিবেদন থেকে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। স্টেট ডিপার্টমেন্ট অব কনস্যুলার অ্যাফেয়ার্সের মাসিক প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বছরের প্রথম ৯ মাসে আগের বছরের তুলনায় ভারতীয়রা ৩৮ শতাংশ ভিসা কম পেয়েছেন। ২০২৪ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় শিক্ষার্থীদের জন্য মোট ৬৪ হাজার ৮টি এফ-১ শিক্ষার্থী ভিসা ইস্যু করা হয়েছে। ২০২৩ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ১ লাখ ৩ হাজার ৪৯৫টি।
প্রসঙ্গত, এফ-১ ভিসা নন-অভিবাসী ভিসা, যা সারা বিশ্বের আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে পূর্ণকালীন পড়াশোনার অনুমতি দেয়। এটি যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য সবচেয়ে প্রচলিত একটি ভিসার ধরন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।