ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ দলকে বিড়ালের সঙ্গে তুলনা

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ দলকে বিড়ালের সঙ্গে তুলনা

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে হারের পর বাংলাদেশ দলকে বিড়ালের সঙ্গে তুলনা করেছে ভারতীয় সংবাদমাধ্যম। লিখেছে ‘টাইগার’ থেকে আবার ‘বিড়াল’ হয়ে গেছেন সাকিব আল হাসানরা।

আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জিতে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে প্রতিরোধ গড়তে পারেননি সাকিবরা।

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ দলকে বিড়ালের সঙ্গে তুলনা

হারেন ১৩৭ রানের বড় ব্যবধানে। এই হারকে আখ্যায়িত করতে গিয়ে বাংলাদেশ দলকে বিদ্রুপ করে ইন্ডিয়ান এক্সপ্রেস।

সংবাদমাধ্যমটি তাদের বাংলা সংস্করণের শিরোনামে লিখেছে, “ইংল্যান্ডের সামনে পড়তেই ‘টাইগার’ ফের ‘বিড়াল’! ধর্মশালায় ‘লেজ গুটিয়ে’ হার বাংলাদেশের।”

বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে হারলেও ওয়ানডেতে ভালো ছন্দে আছে বাংলাদেশ।

আইসিসি সুপার লিগ যেখানে পঞ্চম অবস্থানে থেকে শেষ ভারত, সেখানে তৃতীয় হয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলেন সাকিবরা।