বিনোদন ডেস্ক : ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার খেতাব জিতে ইতিহাস গড়েছেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। ‘পুষ্পা’ সিনেমায় তার অসাধারণ অভিনয়ের জন্য তিনি এই সম্মান অর্জন করেছেন। এই প্রথম কোনো তেলেগু অভিনেতা জাতীয় পুরস্কারে সেরা অভিনেতার স্বীকৃতি পেলেন।
শুধু পুরস্কারই নয়, পারিশ্রমিকের দিক থেকেও শীর্ষে পৌঁছে গেছেন আল্লু অর্জুন। একাধিক বলিউড ও দক্ষিণী সুপারস্টার শাহরুখ খান, সালমান খান, রণবীর সিং, এমনকি তেলেগু তারকা বিজয় থালাপতিকেও পেছনে ফেলেছেন তিনি। ‘পুষ্পা’র বিশাল সাফল্যের পর তার পারিশ্রমিক বেড়ে দ্বিগুণ হয়েছে।
প্রতীক্ষিত ছবি ‘পুষ্পা টু’-এর জন্য আল্লু অর্জুন পেয়েছেন প্রায় ৩০০ কোটি টাকা। যা একাধিক সিনেমার মোট আয় ও বহু অভিনেতার পারিশ্রমিককেও ছাড়িয়ে গেছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বর্তমানে তিনি ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত তারকা। এর আগে বিজয় থালাপতি ছিলেন শীর্ষে, যিনি তাঁর ‘গট’ ছবির জন্য ২০০ কোটি টাকা দাবি করেছিলেন।
২০২১ সালে মুক্তি পাওয়া ‘পুষ্পা’ কেবল ভারতের বক্স অফিসেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক সাড়া ফেলে। কোভিড পরবর্তী সময়ে যেখানে সিনেমা হলগুলি দর্শক সংকটে ভুগছিল, সেখানে এই ছবি দুর্দান্ত সাফল্য অর্জন করে। এর ধারাবাহিকতায় ‘পুষ্পা টু’ মুক্তির অপেক্ষায় আছেন সিনেমাপ্রেমীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।