বিনোদন ডেস্ক: ঐতিহ্যবাহী পোশাক ঘাঘরা-চোলি বা শাড়ি বাদ দিয়ে পশ্চিমা গাউনে কেন ঝুঁকছে ভারতীয় নারীরা? প্রশ্ন তুললেন ভারতীয় সিনেমা জগতের বর্ষীয়ান অভিনেত্রী আশা পারেখ। বিষয়টিকে ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতির জন্য ‘খুব দুঃখজনক’ বলেও আখ্যা দেন তিনি। সম্প্রতি ভারতের গোয়ায় অনুষ্ঠিত ৫৩ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি সভায় বক্তৃতা করার সময় এমনই বলেন আশা।
আশা বলেন, ‘সব কিছু বদলে গিয়েছে। আমি জানি না, কেন পশ্চিমা সভ্যতার প্রতি আমাদের এত মোহ! গাউন পরে বিয়ে বাড়িতে আসছেন মহিলারা। আমাদের কাছে ঘাঘরা-চোলি, সালোয়ার-কামিজ এবং শাড়ির মতো ঐতিহ্যবাহী পোশাক রয়েছে। সেগুলো পরুন।’
তিনি যোগ করেন, ‘কেন মহিলারা ভারতীয় পোশাক পরেন না? শুধু এখনকার নায়িকারা পরেন বলে? পর্দায় অভিনেত্রীরা যা পোশাক পরেন, এখনকার মেয়েরা সেটাই পরতে চায়। সে মেয়ে যদি মোটাও হয়, তবুও তিনি ওই পোশাকই পরতে চান। সব কিছুর পশ্চিমাকরণ দেখে আমার কষ্ট হয়। আমাদের এত ভাল সংস্কৃতি, নৃত্য এবং সঙ্গীত রয়েছে যা পপ সংস্কৃতিতে হার মানাবে।’
বহু বছর আগে তৈরি এক জল্পনা নিয়েও এদিন কথা বলেন আশা। গুজব ছড়িয়েছিল, তিনি অভিনেতা দিলীপ কুমারকে পছন্দ করেন না। এবং সেই কারণেই তিনি দিলীপের সঙ্গে কোনো সিনেমায় অভিনয় করেন না। সেই জল্পনায় ইতি টেনে আশা বলেন, “কয়েকটি সংবাদমাধ্যমে লেখা হয়েছিল, আমি দিলীপ কুমারের সঙ্গে কাজ করিনি, কারণ আমি দিলীপ কুমারকে পছন্দ করি না। আমি ওকে পছন্দ করতাম এবং সব সময়ই ওর সঙ্গে কাজ করতে চাইতাম। ‘জবরদস্ত’ নামে একটি ছবিতে আমার এবং ওর একসঙ্গে অভিনয় করার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ছবিটি হয়নি।’’
সূত্র : আনন্দবাজার
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.