স্পোর্টস ডেস্ক: ভারতের বক্স অফিসে নবজাগরণ এনেছিল পাঠান। মুক্তির পর থেকে সারা বিশ্বে এ পর্যন্ত ১ হাজার কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি। এর মাধ্যমে পঞ্চম ভারতীয় সিনেমা হিসেবে ১ হাজার কোটির ক্লাবে ঢুকেছে পাঠান। ভারতীয় সিনেমার ইতিহাসে ১ হাজার কোটি রুপি কিংবা তারও বেশি আয় করা পাঁচটি সিনেমা নিয়ে এ আয়োজন।
১. পাঠান
চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ছিল পাঠান। ১০০টির বেশি দেশে সিনেমাটি মুক্তি পায়। যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটি পরিচালনা করেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমার প্রধান আকর্ষণ শাহরুখ খান। পাশাপাশি উল্লেখযোগ্য ভূমিকায় ছিলেন জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোন। বিশেষ চরিত্রে নজর কেড়েছেন ডিম্পল কাপাডিয়া ও আশুতোষ রানা। মাত্র ২৫০ কোটি রুপিতে নির্মিত সিনেমাটি ১ হাজার কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করেছে।
২. আরআরআর
২০২২ সালের ২৫ মার্চ মুক্তি পায় এসএস রাজামৌলি পরিচালিত আরআরআর। তারপর থেকে সিনেমাটি বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে চলে আসে। প্রশংসিত হন এর কলাকুশলীরা। সে পালে হাওয়া দেয় সিনেমার ‘নাটু নাটু’ গানটি। তারই ধারাবাহিকতায় সেরা মৌলিক গান হিসেবে অস্কার জিতে ইতিহাস গড়েছে এ গান। সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জেমস ক্যামেরনের মতো নির্মাতা। বক্স অফিসেও দারুণ সফল আরআরআর। মুক্তির পর থেকে এ পর্যন্ত মোট ১ হাজার ১৩১ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।
৩. কেজিএফ: চ্যাপ্টার টু
মাত্র ১০০ কোটি রুপিতে নির্মিত সিনেমাটি। কিন্তু গত বছরের ১৪ এপ্রিল মুক্তি পাওয়া এ সিনেমার এখন পর্যন্ত মোট আয় ১ হাজার ২২৮ কোটি রুপি। প্রশান্ত নীল পরিচালিত সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কন্নড় সুপারস্টার যশ। অ্যাকশন ড্রামা ঘরানার এ সিনেমায় অন্যান্য উল্লেখযোগ্য ভূমিকায় ছিলেন সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, প্রকাশ রাজ ও রাভিনা টেন্ডন।
৪. বাহুবলী টু: দ্য কনক্লুশন
এ সিনেমার পরিচালকও রাজামৌলি। ২০১৭ সালে মুক্তি পাওয়া বাহুবলী ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি এটি। এ সিনেমা সমালোচক ও সিনেমাপ্রেমীদের নির্বাক করে দিয়েছিল। ভারতীয় বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিয়েছিল বাহুবলী টু। ইকোনমিক টাইমস সূত্রে জানা যায়, সিনেমাটি মোট ১ হাজার ৮১০ কোটি রুপি আয় করেছে। এর প্রধান চরিত্রে ছিলেন প্রভাস ও রানা দগ্গুবতী।
৫. দঙ্গল
আমির খান অভিনীত দঙ্গল ২০১৬ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল। নিতেশ তিওয়ারি পরিচালিত এ সিনেমায় ভারতীয় মুষ্ঠিযোদ্ধা মহাবীর সিং ফোগাতের চরিত্র ফুটিয়ে তুলেছিলেন আমির। ইকোনমিক টাইমসের তথ্যানুযায়ী দঙ্গল মোট ২ হাজার কোটি রুপি আয় করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।