আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সংবাদমাধ্যমে কর্মকর্তারা বলছেন, এগুলো গত বছর মহাকাশে উৎক্ষেপণ করা চীনা রকেটের ধ্বংসাবশেষ হতে পারে।
বার্তা সংস্থা এএফপির খবর বলছে, ধাতব রিংটি ব্যাসে দুই থেকে তিন মিটার হবে। ওজন চল্লিশ কিলোগ্রামের মতো। জেলা কালেক্টর অজয় গুলহানে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে বলেন, শনিবার বিকালে মহারাষ্ট্রের একটি গ্রামের ফসলের মাঠে ধাতব রিংটি দেখতে পায় গ্রামবাসী।
স্থানীয় এক নারী বলেন, আমরা ভোজনোৎসবের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আকাশে একটি গোলাকার জ্বলন্ত চাকতি দেখা যায়। এরপর সেটি গ্রামের একটি খোলা মাঠে খসে পড়ে। বিস্ফোরণের ভয়ে লোকজন তাদের ঘরের মধ্যে ঢুকে যান। অন্তত দেড় ঘণ্টা ধরে তারা আর বের হননি।
এরপর অর্ধমিটার ব্যাসের ধাতব বলের মতো আরেকটি বস্তু এসে মাটিতে আঘাত হানে। পরীক্ষার জন্য সেটি সংগ্রহ করা হয়েছে। জেলা কালেক্টর বলেন, এ রকম আরও কোনো বস্তু পাওয়া যায় কিনা, তা নিশ্চিত হতে প্রতিটি গ্রামে আমরা জুনিয়র কর্মকর্তাদের পাঠিয়েছি।
তবে এতে কোনো হতাহত কিংবা অবকাঠামোর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) এক কর্মকর্তা বলছেন, ২০২১ সালের ফেব্রুয়ারিতে চীনা রকেটটি উৎক্ষেপণ করা হয়েছিল। শনিবার সেটির পৃথিবীতে ফিরে আসার সময় ছিল। কাজেই গ্রামে এসে পড়া দুটি বস্তুর সঙ্গে সেই সময়ের কাকতালীয় মিল রয়েছে।
আরেক ইসরো কর্মকর্তা বলেন, যখন রকেটের ধ্বংসাবশেষ বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন সেটির নজল, রিং ও ট্যাংকের মতো বিভিন্ন অংশ পৃথিবীতে আঘাত হানতে পারে।
হার্ভার্ড-স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের মহাকাশ পর্যবেক্ষক জোনাথন ম্যাকডোয়েল বলেন, চীনের লং মার্চ থ্রি-বি রকেটের একটি টুকরোর সঙ্গে ধাতব রিংটির মিল রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।